প্রতিবন্ধী মোহাম্মদ মাসুম কিন্তু অদম্য !!! #Diary 1/11/2021

প্রতিবন্ধী মোহাম্মদ মাসুম কিন্তু অদম্য !!!

যখন সুস্থ সবল শরীর আর ডিগ্রির বোঝা নিয়ে সারা দুনিয়াকে দোষ দিয়ে পেরেশান বহু লোক।

তখন দুটি সম্পূর্ণ অচল পা নিয়ে “মোহাম্মদ মাসুম” কাজ করে!
যে সে কাজ নয়, অটোরিকশা চালানো।
একজন প্রতিবন্ধী বোন সহ ৫ জনের সংসার পালে।

মাসুম প্রতিবন্ধী বলে ভাড়া ১ টাকাও বেশি চায় না। নানা বিষয়ে আগ্রহ। যাত্রী পছন্দ হলে সেগুলো সম্পর্কে জানতে চায়। মুখে সর্বদাই হাসি।

প্রতিবন্ধী মোহাম্মদ মাসুম কিন্তু অদম্য !!! #Diary 31/10/2021
প্রতিবন্ধী মোহাম্মদ মাসুম

আগে রেলের জমিতে দোকান ছিল। নতুন রাস্তার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের কারণে দোকান গেছে। করোনার সময় সাহায্য সহযোগিতা নিয়ে কোন ভাবে কেটেছে।

এরপর এক অটো চালক বন্ধু মনোবল দিয়েছে। খোলা মাঠে নিয়ে অটো চালানো শিখিয়েছে। গত চার মাস কম বেশি চালিয়েছে, মাস-খানেক ফুল টাইম। কোন এক্সিডেন্ট হয়নি। ধীরে চালায় বলে কদাচিৎ দু একজন একটু বিরক্ত হয়। বাকি সব ঠিক ঠাক।

 

প্রতিবন্ধী মোহাম্মদ মাসুম কিন্তু অদম্য !

 

ওরা কাজ করে।
গুরু গুরু গর্জন গুন গুন স্বর
দিনরাত্রে গাঁথা পড়ি’ দিনযাত্রা করিছে মুখর।
দুঃখ সুখ দিবস রজনী
মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি।

আজ ধানমন্ডিতে মামুনের সাথে দেখা হলো, কথা হলো। দোয়া রইলো মামুনের জন্য।

#Diary 31/10/2021 প্রতিবন্ধী মোহাম্মদ মাসুম কিন্তু অদম্য !!!

ওরা কাজ করে

আরও দেখুন:

  1. সুফি ফারুক এর পেশা পরামর্শ সভা
  2. বরিশালের কাঠিরা গণহত্যা, ৩০ মে ১৯৭১