প্রযুক্তিতে বাংলাদেশের জন্য থিম গানের প্রস্তাবনা ৩ (অসম্পূর্ণ) – গীতিকার: মাজেদুল মোর্শেদ

প্রযুক্তিতে বাংলাদেশের জন্য থিম গানের প্রস্তাবনা ৪ (অসম্পূর্ণ)
গীতিকার: মাজেদুল মোর্শেদ

লক্ষ প্রাণের বিনিময়ের প্রিয় জন্মভূমি,
অন্ধ কালো রাত দেখে আর ভয় পেয়োনা তুমি।

এখনো তোমার রাত যদিও থাকে আধার কালো,
আলোর দিনও খুব দূরে নয়, এটাও তুমি জানো।
আজ আধার কালো রাত্রি যখন, তোমার বুকে হাসে,
সূর্য ওঠার অপেক্ষাতে কেও থাকে না বসে।

Leave a Comment