বই পড়া চ্যালেন্জে সুফি ফারুক এর ১০ টি বইএর তালিকা

বই পড়া চ্যালেন্জে সুফি ফারুক এর ১০ টি বইএর তালিকা দিতে ফেসবুকে স্ট্যাটাস।

বইয়ের একটা দারুণ তালিকা দিয়ে চমকে দিতে ইচ্ছে !
কিন্তু মুশকিল হল, আমি “ওয়েল রেড” না। ওই অর্থে পাঠকও না।

ছোটবেলা থেকেই পেটে-মনে দারুণ বৈষয়িক ক্ষুধা ছিল। খুব কম বয়সে পেশায় চলে আসায় কারিগরি বইপত্র-ম্যানুয়ালের বাইরে বিশেষ কিছু পড়ার সময় হয়নি।
তাছাড়া পড়ার জন্য সোশাল মোটিভেশনও খুব একটা ছিল না।
যেসবের মধ্যে বড় হয়েছি, সেখানে – এক সন্তান, একটি বই, এক স্ত্রীই যথেষ্ট – এরকমটাই ভাল। বড়জোর সাথে একটি তলোয়ার বা একটি বন্দুক।

বই পড়া চ্যালেন্জে

বই পড়া চ্যালেন্জে সুফি ফারুক এর ১০ টি বইএর তালিকা

তারপরেও বিভিন্ন ভাবে যেসব বই পড়া হয়েগেছে, এর মধ্য থেকে “টপ অব মাইন্ডে” আসা কটার নাম দিলাম:

১. সুকুমার সমগ্র -সুকুমার রায় : ওর সব গুলো চরিত্র আমি স্পষ্ট দেখতে পাই। সুকুমার যার ভাল লাগে না তার সাথে আমার ভাল বন্ধুত্ব হয় নাই, এমনকি প্রেমও জমেনি।
২. বাঙ্গালির জাতীয়তাবাদ – সিরাজুল ইসলাম চৌধুরী : এরকম বই পড়ার পরে লেখকের প্রতি এক ধরনের কৃতজ্ঞতার অনুভব হয়। কয়েকজনকে কিনে দিয়েছি পড়তে।
৩. My Experiments with Truth – Mohandas K. Gandhi : জেনেছিলাম এরকম অনেক কিছুর পিছনে দৌড়েছি, আজও দৌড়চ্ছি – যা জীবনে একদমই দরকার নাই।
৪. যাও পাখি – শীর্ষেন্দু মুখোপাধ্যায় : ভগবান, উহারা যেন সুখে থাকে। আমার মতো হয়তো অনেকেই নিজেকে সোমেনের যায়গায় দেখেছে।
৫. প্রথম আলো – সুনীল গঙ্গোপাধ্যায় : চরম প্রভাবিত হয়েছিলাম। কুঠিবাড়িতে হাটার সময় ওনাদের আশেপাশে অনুভব করতাম।
৬. The Protocols of the Elders of Zion : সেই বয়সে পড়ার পরে সব কিছু উল্টে পাল্টে গিয়েছিল।
৭. দূরবীন – শীর্ষেন্দু মুখোপাধ্যায় : কে না হতে চেয়েছে কৃষ্ণকান্ত? কে না চেয়েছে রঙ্গময়ীর মতো সাথি।
৮. বাঙ্গালি মুসলমানের মন – আহমেদ ছফা : সে সময়ের এক নিষিদ্ধ বন্ধু দিয়েছিল। সে আজ নেই। আমার মনে হয় – এরকম একটা বই দেওয়াও সদগায়ে জারিয়া হতে পারে।
৯. পাক সার জমিন সাদ বাদ – হুমায়ুন আজাদ : প্রতিটি লাইনে তাই পড়েছি, যেমনভাবে আমি নিজে ধর্মব্যবসায়ীদের দেখে এসেছি। ধর্মে সম্পূর্ণ অবিশ্বাসী একদল মানুষ কিভাবে ধর্মের প্রতিনিধি হিসেবে নিজেদের উপস্থাপন করে এবং সেই অধিকারে পবিত্র ধর্মকে গণ ধর্ষণ করে, ধর্মের নামে গণ ধর্ষণ করে।
১০. রাহুল সাংকৃত্যায়নের অনেকগুলো বই : ইতিহাস আমার প্রিয় বিষয়। ওনার মতো ইন্টারেস্টিং কিন্তু নির্লোভ ইতিহাস লেখা মানুষের বইয়ের সন্ধান আর পাইনি। পাকিস্তান থেকে বাংলাদেশের ইতিহাস লেখার জন্য এরকম একজন লোককে খুব মিস করি।

 

SufiFaruq.com Logo 252x68 1 বই পড়া চ্যালেন্জে সুফি ফারুক এর ১০ টি বইএর তালিকা

 

লিখতে লিখতে অনেকগুলো নাম আসছে, কিন্তু খেলার শর্ত অনুযায়ী ১০ এ থামলাম।
কে কে ট্যাগ করেছিল মনে নাই, এজন্য উল্লেখ করতে পারলাম না।

তবে খেলাটা আমার দারুণ পছন্দ হয়েছে। সবার তালিকা ভীষণ আগ্রহ নিয়ে পড়ছি।
আর একটা খেলা শুরু হোক, যেখানে বলা যাবে:
কার কার বই পড়ে সময় নষ্ট হয়েছে 😉
কার বই কিনে অর্থ নষ্ট হয়েছে?

SufiFaruq.com Logo 252x68 1 বই পড়া চ্যালেন্জে সুফি ফারুক এর ১০ টি বইএর তালিকা

লেখার ফেসবুক লিংক: https://www.facebook.com/sufi.faruq/posts/10152385897566589