এই সাধারণ গণিত কেন বুঝে না আমাদের বুদ্ধিজীবীরা!

জন্মগত ভাবেই হয়তো বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদের সমস্যা আছে। তাইতো পণ্ডিত আহমদ ছফা বলেছিলেন, বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ কখনো স্বাধীন হত না।’ এই কথাগুলো বলা এই জন্য যে বর্তমানে দেশের সকল সুশীল বা বুদ্ধিজীবী আওয়ামীলীগ এবং বিএনপিকে একি কাতারে নিয়ে এসেছেন। তাদের ভাষ্যমতে দুই দলের লড়াই হল ক্ষমতার জন্য। আসলে কি তাই? তারা কেন দেখে না যে একটা আদর্শের জন্য যে লড়াই তা কি করে ক্ষমতার জন্য লড়াই হয়?
জাতি হিসেবে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে কলঙ্কমোচনের সূচনা করতে পেরেছি জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই। আর অপরপক্ষে বিএনপি নেত্রী বেগম জিয়া সেই রাজাকার-যুদ্ধপরাধীদের পক্ষ নিয়েই বা তাদেরকে রাজবন্দী সম্বোধন করে বা তাদেরকে মুক্তি দিতে বলে রাজনীতি করে চলেছেন।
এইটা আর যায় হোক কখনো ক্ষমতার লড়াইয়ের রাজনীতি হতে পারে না। একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লড়াই এবং আরেকটা পাকিস্থানপন্থী রাজনীতির টিকিয়ে রাখার লড়াই।
এই সাধারণ গণিত কেন বুঝে না আমাদের বুদ্ধিজীবীরা!!!

Leave a Comment