শুভ জন্মদিন “কবীর চৌধুরী” প্রগতিশীল চিন্তাধারার বাতিঘর

কবীর চৌধুরী বাংলাদেশের একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, অনুবাদক ও জাতীয় অধ্যাপক। ১৯২৩ সালের আজকের এই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামের মুন্সী বাড়ি। তার ছোট ভাই শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরী।

শুভ জন্মদিন

স্বেচ্ছায় সরকারি চাকরি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগদান করেন অধ্যাপক চৌধুরী। ১৯৯৮ সালে তিনি জাতীয় অধ্যাপক হন। তার পাওয়া উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে – পূর্ব পাকিস্তান গভর্নর স্বর্ণপদক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান সাহিত্য পুরস্কার, রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী সম্মাননা পদক, অলক্ত স্বর্ণপদক ও সাহিত্য পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, শেরেবাংলা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, উইলিয়াম কেরি স্বর্ণপদক (ভারত), বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার, ভারতের ট্যাগোর পিস অ্যাওয়ার্ড, গীতাঞ্জলি সম্মাননা পদক। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান তিনি।

 

SufiFaruq.com Logo 252x68 1 শুভ জন্মদিন

 

কবীর চৌধুরী সম্পর্কে জানুন:

সুফি ফারুক এর কার্যক্রম সম্পর্কে জানতে: