শেখ পাড়া গ্রাম, বাগুলাট ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া

বাগুলাট ইউনিয়নের [ Bagulat Union ] শেখ পাড়া গ্রামে [ Sheikh Para Village ] সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভার ফ্রি দর্জি প্রশিক্ষণের আরও একটি ব্যাচ উদ্বোধন
বাগুলাট ইউনিয়নের শেখ পাড়া গ্রামে সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভার ফ্রি দর্জি প্রশিক্ষণের আরও একটি ব্যাচ উদ্বোধন
শেখ পাড়া গ্রামটি কুষ্টিয়া জেলার, কুমারখালী উপজেলার , বাগুলাট ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম।

 

শেখ পাড়া গ্রামের খবর:

বাগুলাট ইউনিয়নের, শেখ পাড়া গ্রামে – সুফি ফারুক এর “পেশা পরামর্শ সভা”র আওতায় “ফ্রি দর্জি প্রশিক্ষণ” এর আরও একটি ব্যাচ উদ্বোধন।

নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে,  খোকসা ও কুমারখালী উপজেলায় [ কুষ্টিয়ার-৪ নির্বাচনি আসন] চলছে, সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভা’র আওতায়, ফ্রি দর্জি প্রশিক্ষণ কার্যক্রম। এরই অংশ হিসেবে কুমারখালী উপজেলার, বাগুলাট ইউনিয়নের, শেখ পাড়া গ্রামে, ফ্রি দর্জি প্রশিক্ষণ এর, আরও একটি ব্যাচ উদ্বোধন করা হয়েছে।

পেশা পরামর্শ সভার উদ্যোক্তা সুফি ফারুক ইবনে আবুবকর জানান ” আমি জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে, আমার মায়ের উৎসাহে এই কাজটিতে হাত দিয়েছি। আমি আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে নিজ উদ্যোগে এই কাজটি করছি। এরকম অনেক কাজ করছে আমাদের বর্তমান সরকার। শেখ হাসিনার সরকার, নারী বান্ধব নীতিতে বিশ্বাসী। তাই সরকার দেশের নারীদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করতেই, স্থানীয় সরকারের মাধ্যমে বিভিন্ন ধরণের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আশা রাখি এই বিষয়ে নিয়য়মিত কাজ হলে নারীদের আর কারো মুখাপেক্ষী হতে হবে না।

কুমারখালী উপজেলার, বাগুলাট ইউনিয়নের, শেখ পাড়া গ্রামে – “পেশা পরামর্শ সভা”র আওতায় “ফ্রি দর্জি প্রশিক্ষণ” এর আরও একটি ব্যাচ উদ্বোধন

জননেত্রী শেখ হাসিনা তৃনমূলের নারীদের ভাগ্যোন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জনগণের ভালবাসা পেতে হলে, তার মতো দেশের মানুষের জন্য উন্নয়ন মূলক কাজ করতে হবে। যারা এতিমের টাকা আত্মসাৎ করেছে, তাদের পরিণতি দেখে, শিখতে হবে। দুর্নীতি করে কেউ আইনের কাছে পার পাবে না। আওয়ামী লীগ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে না। আওয়ামীলীগ সবসময় জনগণের ভাগ্যোন্নয়নের রাজনীতি করে। দেশের উন্নয়নের চাকা সচল রাখতে,  জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, দল ও মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। বার বার নৌকা প্রতীকে ভোট দিয়ে, স্বাধীনতার স্বপক্ষের দল, বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করতে হবে।

[ কুমারখালী উপজেলার, বাগুলাট ইউনিয়নের, শেখ পাড়া গ্রামে – “পেশা পরামর্শ সভা”র আওতায় “ফ্রি দর্জি প্রশিক্ষণ” এর আরও একটি ব্যাচ উদ্বোধন ]

বাগুলাট ইউনিয়নের [ Bagulat Union ] শেখ পাড়া গ্রামে [ Sheikh Para Village ] সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভার ফ্রি দর্জি প্রশিক্ষণের আরও একটি ব্যাচ উদ্বোধন
বাগুলাট ইউনিয়নের শেখ পাড়া গ্রামে সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভার ফ্রি দর্জি প্রশিক্ষণের আরও একটি ব্যাচ উদ্বোধন
বাগুলাট ইউনিয়নের [ Bagulat Union ] শেখ পাড়া গ্রামে [ Sheikh Para Village ] সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভার ফ্রি দর্জি প্রশিক্ষণের আরও একটি ব্যাচ উদ্বোধন
বাগুলাট ইউনিয়নের শেখ পাড়া গ্রামে সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভার ফ্রি দর্জি প্রশিক্ষণের আরও একটি ব্যাচ উদ্বোধন
প্রশিক্ষক আশরাফুন্নাহার শিল্পী বলেন “এরই মধ্যে আমরা অনেক গুলো টিমের প্রশিক্ষণ শেষ করেছি। সকল প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ সফল ভাবে শেষ করার পর, তারা শুধুমাত্র বাড়ির প্রয়োজনই নয়, নিজের অর্থসংস্থানের উপায় হিসেবে, এই দক্ষতা আজীবন কাজে লাগাতে পারবে। প্রশিক্ষণ গ্রহণকারীরা ১ থেকে ৩ মাসের মধ্যে, কাপড়ের মাপ নেয়া, প্যাটার্ন কাটিং থেকে শুরু করে, সেলাই কাজের বিস্তারিত শেখে। তারা  প্রায় ২৫টি আইটেম এর কাপড় বানাতে শেখে। সুফি ফারুক ভাইয়ের, পেশা পরামর্শ সভার আওতায়, ফ্রি দর্জি প্রশিক্ষণ, এলাকার মা-বোনদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করছে”।

এমন একটি উদ্যোগ নেয়ার জন্য কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পেশা পরামর্শ সভার পৃষ্ঠপোষক, সুফি ফারুক ইবনে আবুবকর কে প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীরা ধন্যবাদ জানায়।

 

বাগুলাট ইউনিয়ন, শেখ পাড়া  – সুফি ফারুক এর “পেশা পরামর্শ সভা”র আওতায় “ফ্রি দর্জি প্রশিক্ষণ” এর আরও একটি ব্যাচ উদ্বোধন।