স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত

স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত : তথ্যপ্রযুক্তিতে বিশ্বমানের কারিগরি দক্ষতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বৈশ্বিক গ্রামের কর্মী হিসেবে নতুন প্রজন্মকে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি আরও বলেন, এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠামো গড়ে তোলার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত
সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভা
নিশ্চিত সাফল্যের ৪টি পরামর্শ

৫ মে পিরোজপুরের স্বরূপকাঠি (নেসারাবাদ) উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে উপজেলা পরিষদ আয়োজিত ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মশালার সনদপত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও সাউথ এশিয়ান এডুকেশন গ্রুপের সহযোগিতায় নেসারাবাদ উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে।

নিশ্চিত সাফল্যের ৪টি পরামর্শ
সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভা
নিশ্চিত সাফল্যের ৪টি পরামর্শ

খুলনা ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নাহিদুর রহমান ও তথ্যপ্রযুক্তি পেশাজীবী সুফি ফারুক ইবনে আবুবকর কর্মশালা পরিচালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর-২ আসনের সাংসদ শাহ আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, নেসারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দিন প্রমুখ।

দৈনিক প্রথম আলো / কম্পিউটার প্রতিদিন / তারিখ: ১০-০৫-২০১১: —নিজস্ব প্রতিবেদক

[ স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত ]

আরও পড়ুন:

Leave a Comment