এড়িয়ে চলি কপিরাইট লঙ্ঘন

পাইরেসি নিয়ে আমাদের দুর্নাম বিশ্বজুড়ে। ভয়ঙ্কর সচেতনতার অভাব আছে কপিরাইট নিয়ে। আইসিটিতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা আমরা অনেক উদাসীন মেধা সত্ত্বের ব্যাপারে। একজন তথ্য প্রযুক্তির পেশার মানুষ হিসেবে এই বিষয়টা আমার কাছে চরম বিব্রতকর। আমাদের কাছে, অনলাইন মানে সবই ফ্রি। কপিরাইট বলে ‘কিছুই নাই’। এটাই মস্ত বড় ভুল ধারণা।

এড়িয়ে চলি কপিরাইট লঙ্ঘন

এড়িয়ে চলি কপিরাইট লঙ্ঘন

কোন ইমেজের প্রয়োজন হলে আমরা যেটা করি, গুগলে সার্চ করে পছন্দ মাফিক এটা ছবি কপি করে কাজ সারি। দেখি না ছবিটা ব্যবহারের পুনঃব্যবহারের আছে কি না। এভাবে কপিরাইট ইমেজ ব্যবহার করছি বাণিজ্যিক কিংবা অবাণিজ্যিক প্রয়োজনে। যা সম্পূর্ণ কপিরাই আইনের লঙ্ঘন। এটা একটা ভয়ঙ্কর বাজে প্রক্টিস। এখানে কিন্তু চায়লেই কপিরাইট লঙ্ঘন এড়ানো যায়। বেশি না মাত্র ২টা বেশি ক্লিক করতে হবে!

বাংলাদেশের পতাকা [ Flag of Bangladesh ]

image.google.com -এ ইমেজ সার্চ দিয়ে Search tools বাটনে ক্লিক করুন। ৬টা নতুন মেনু দেখতে পাবেন। সেখান থেকে Usage rights মেনুতে ক্লিক করলে দেখবেন Not filtered license-এ টিক দেয়া আছে। এই নিচে creative commons-এর চারটা ক্যাটাগরি দেয়া আছে।

Labeled for reuse with modification
Labeled for reuse
Labeled for noncommercial reuse with modification
Labeled for noncommercial reuse
প্রয়োজন মত এই চার ক্যাটাগরির মেনুতে ক্লিক করে প্রয়োজনীয় ইমেজ খুঁজে নিতে পারবেন।

বাংলাদেশের আইন

এছাড়া আরো কিছু সাইট আছে যেখান থেকে ফ্রি ইমেজ নেয়া যায়। এর মধ্যে ১৫টা সাইটের ঠিকানা শেয়ার করছি:

১. Picjumbo.com : http://picjumbo.com
২. Pexels.com : http://pexels.com
৩. Unsplash.com : http://unsplash.com
৪. Flickr.com : http://www.flickr.com
৫. FreePhotosBank.com : http://freephotosbank.com
৬. FreeMediaGoo.com : http://freemediagoo.com
৭. Creative Commons Search : http://search.creativecommons.org
৮. Picsearch.com : http://picsearch.com
৯. Pixabay : http://www.freedigitalphotos.net
১০. Blogphoto.tv : http://blogphoto.tv
১১. Gratisography.com : http://gratisography.com
১২. Sxc.hu : http://www.freeimages.com
১৩. DeviantArt : http://www.deviantart.com
১৪. Photodune : http://photodune.net
১৫. GettyImages : http://www.gettyimages.com

চলুন এড়িয়ে চলি কপিরাইট লঙ্ঘন।

আরও পড়ুন:

Leave a Comment