খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী

খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী : নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কুষ্টিয়ার কুমারখালী-খোকসাতে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার অধীনে চলছে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম। এরই অংশ হিসেবে খোকসা উপজেলাতে একটি কেন্দ্রের ফ্রি দর্জি প্রশিক্ষণ আজ ৯ মার্চ ২০১৮ সোমবার শেষ হয়েছে। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পটির প্রধান পৃষ্ঠপোষক সুফি ফারুক ইবনে আবুবকর।

খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী
পেশা পরামর্শ সভার আওয়ায় খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। খোকসা উপজেলা, কুষ্টিয়া।

কুষ্টিয়া জেলার কুমারখালী ও খোকসাতে একটি সুশিক্ষিত, দক্ষ, কর্মক্ষম ও রুচিশীল প্রজন্ম গড়ার লক্ষ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি ও গুরুকুলের প্রমুখ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুকের পেশা পরামর্শ সভার অংশ হিসেবে ফ্রি কম্পিউটার, বিউটিশিয়ান, সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ সুফি ফারুক বলেন, একটি সুশিক্ষিত, দক্ষ, কর্মঠ ও রুচিশীল প্রজন্ম গড়ার লক্ষ্যে আমার কর্মসূচি গ্রহণ। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সুযোগ সুবিধা পৌঁছানোর লক্ষ্যে প্রতিটি গ্রামে শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র স্থাপন করা হবে। যেখান থেকে গরীব ও অর্থ বঞ্চিত নারীরা প্রয়োজনীয় সেলাই কার্যক্রম মিটিয়ে নিবে।

খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী
পেশা পরামর্শ সভার আওয়ায় খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। খোকসা উপজেলা, কুষ্টিয়া।

কুমারখালীর সদকী ইউনিয়নের ৪টি গ্রাম, চাঁপড়া ইউনিয়নের ৩টি গ্রামে ইতিমধ্যে ফ্রি সেলাই মেশিন কার্যক্রম শেষ হয়েছে। এছাড়াও শহরের খয়ের চারা, যদুবয়রা ইউনিয়নের কেশবপুর ও খোকসা উপজেলার জানিপুর আমবাড়িয়া এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

সুফি ফারুক বলেন, আমরা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে পেশা পরামর্শ সভা কার্যক্রমের আওতায় সেলাই প্রশিক্ষণ প্রদান করেছি। কিন্তু বাস্তবতা হলো, এই নারীদের অনেকেই অর্থের অভাবে সেলাই মেশিন কিনতে অক্ষম। আর সে কারণেই এই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রতি ৫০ জনের জন্য একটি করে শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র তৈরির প্রকল্প গ্রহণ করা হয়। এখানে এসে নারীরা নিজেদের মতো করে সেলাই করবে। সেই সেলাই থেকে উপার্জনের সম্পূর্ণ অর্থ তারা নিয়ে যাবে। আর এর মাধ্যমে তাদের সঞ্চয় থেকে একসময় সেলাই মেশিন কিনে নিজেই স্বাবলম্বী হবে।

খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী
পেশা পরামর্শ সভার আওয়ায় খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। খোকসা উপজেলা, কুষ্টিয়া।

পেশা পরামর্শ সভা খোকসা উপজেলার সমন্বয়কারী খাইরুল ইসলাম বলেন, সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে সম্পূর্ণ ফ্রি সেলাই প্রশিক্ষণ প্রদান করছেন। এখানে প্রশিক্ষণের পর যাদের নিজস্ব সেলাই মেশিন কেনার মতো সামর্থ্য নেই তাদের জন্য সুফি ফারুক ভাই ‘শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র’ তৈরির প্রকল্প গ্রহণ করেছে।

সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক রুবিয়া পারভীন বলেন, সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে সম্পূর্ণ ফ্রি সেলাই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় বেশকিছু কেন্দ্রের প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ কুষ্টিয়ার খোকসাতে প্রকল্পটির আরো একটি কেন্দ্রের প্রশিক্ষণ শেষ হলো। সকল প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ সফল ভাবে শেষ করার পর তারা শুধুমাত্র বাড়ির প্রয়োজনই নয়, নিজের অর্থসংস্থানের উপায় হিসেবে এই দক্ষতা আজীবন কাজে লাগাতে পারবে। এমন একটি উদ্যোগ নেয়ার জন্য কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুকের পেশা পরামর্শ সভার পৃষ্ঠপোষক সুফি ফারুক ইবনে আবুবকর ভাইকে এ প্রশিক্ষণ কেন্দ্রের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।

খোকসায় পেশা পরামর্শ সভার ফ্রি সেলাই প্রশিক্ষণের সমাপনী
পেশা পরামর্শ সভার আওয়ায় খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। খোকসা উপজেলা, কুষ্টিয়া।

কমিউনিটি সেলাই কেন্দ্রের প্রশিক্ষণ গ্রহণকারী হাদিয়া ফেরদৌস শশী বলেন, কুষ্টিয়ার ৪ আসনের খোকসাতে সুফি ফারুক ভাইয়ের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্রি সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছি যা আমাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। আমি এই প্রশিক্ষণ পর্বে কাপড়ের মাপ নেয়া, কাটিং থেকে শুরু করে সেলাই কাজের বিস্তারিত শিখেছি।

খোকসায় পেশা পরামর্শ সভার ফ্রি সেলাই প্রশিক্ষণের সমাপনী
পেশা পরামর্শ সভার আওয়ায় খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। খোকসা উপজেলা, কুষ্টিয়া।

কমিউনিটি সেলাই কেন্দ্রের আরেক প্রশিক্ষণ গ্রহণকারী কামনা খাতুন বলেন, খোকসাতে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে সম্পূর্ণ ফ্রি সেলাই প্রশিক্ষণ প্রদান করছেন। এখানে এক মাস থেকে ৩ মাস পর্যন্ত প্রতিজন শিক্ষার্থী নিয়মিত প্রশিক্ষণ নিয়ে আসছে। প্রশিক্ষণটি এলাকার মা-বোনেদের স্বাবলম্বী হতে সহায়তা করবে পাশাপাশি পরিবারকে সহযোগিতা করতে সাহায্য করবে।

[ খোকসায় ফ্রি দর্জি প্রশিক্ষণের সমাপনী ]