শাফি ইমাম রুমি’র জন্মদিন

শাফি ইমাম রুমি।

নামটা কি চিনতে পারছেন?

আজ ছিল এই গেরিলা যোদ্ধার জন্মদিন।
রুমির চাইলে একাত্তরের দিনগুলোতে ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশুনা করার জন্য দেশ ছাড়তে পারতো। বেছে নিতে পারতো উন্নত জীবন- আকর্ষণীয় ক্যারিয়ার।

প্রত্যেকটি বাবা-মায়ের মত প্রকৌশলী পিতা শরীফ ইমাম এবং মা জাহানারা ইমামও তাঁদের বড় সন্তানটি যুদ্ধে পাঠাতে চাননি। কিন্তু রুমিকে আটকানো যায়নি। তাঁর বক্তব্য ছিল, ‘আম্মা, দেশের এই রকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাব শেষ পর্যন্ত, কিন্তু তা হলে আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রি নিয়ে এসে বড় ইঞ্জিনিয়ার হব; কিন্তু বিবেকের ভ্রুকুটির সামনে কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। তুমি কি তাই চাও আম্মা?’ রুমির সঙ্গে তর্কে না পেরে মা তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন এবং নিজে গাড়ি চালিয়ে ছেলেকে গন্তব্য স্থলে পৌঁছে দেন।

শাফি ইমাম রুমি
শাফি ইমাম রুমি

 

রুমি ক্র্যাক প্লাটুনে যোগ দিয়েছিলেন। ক্র্যাক প্লাটুন হল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একটি সংগঠন। রুমি ও তার দলের ঢাকায় আসার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন হামলা করা। এ সময় তাকে ঝুঁকিপূর্ণ আক্রমণ পরিচালনা করতে হয় যার মধ্যে ধানমণ্ডি রোডের একটি আক্রমণ ছিল উল্লেখযোগ্য। ধানমণ্ডি রোডের অপারেশনের পর রুমী তার সহকর্মীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন।

SufiFaruq.com Logo 252x68 2 শাফি ইমাম রুমি'র জন্মদিন

১৯৭১ সালের ২৯ আগস্ট তিনি তাঁর নিজের বাড়িতে কাটান, এবং এই রাতেই বেশকিছু গেরিলা যোদ্ধার সাথে পাক বাহিনীর হাতে ধরা পড়েন। রুমীর সাথে তার বাবা এবং ভাই জামীকেও ধরে নিয়ে যাওয়া হয়। দুই দিন পরে বাবা আর ভাইকে ছেড়ে দেওয়া হলেও রুমি মুক্তি পায় না। ৩০ আগস্টের পর রুমী ও তার সহযোদ্ধা বদী এবং চুল্লুকে আর দেখা যায়নি। দেশ স্বাধীন হলেও রুমীর আর ঘরে ফেরা হয়নি।

রুমীর সহযোদ্ধা এবং একই সময়ে পাক বাহিনীর হাতে ধরা পড়া জনাব মাসুদ সাদেকের কাছ থেকে জানা যায় যে, চরম অত্যাচার সহ্য করেও রুমী কারো নাম প্রকাশ করেনি। রুমিকে নিয়ে লেখা স্মৃতি কথায় জাহানারা ইমাম বলেন, ‘রুমী ১৯৭১ সালে ইঞ্জিনিয়ার হতে পারেনি, তবে কিছু একটা হয়েছিল। সে দেশের জন্য শহীদ হয়েছিল।’

শাফি ইমাম রুমির প্রতি শ্রদ্ধা

SufiFaruq.com Logo 252x68 1 শাফি ইমাম রুমি'র জন্মদিন

আরও দেখুন:

Leave a Comment