Sufi Faruq Ibne Abubakar (সুফি ফারুক ইবনে আবুবকর)

“শেখ হাসিনা ফ্রি হেলথ ক্যাম্প” এর শুভ উদ্বোধন- কুমারখালি উপজেলা, বাগুলাট ইউনিয়ন, বাঁশগ্রাম ৭ নং বাগুলাট ইউনিয়ন, কুমারখালী উপজেলা, কুমারখালী-খোকসা, বাঁশগ্রাম, শেখ হাসিনা হেলথ ক্যাম্প

হেলথ ক্যাম্প এর উদ্বোধন | Inauguration of monthly health camp

বাঁশগ্রাম হেলথ ক্যাম্প | Health Camp Banshgram

আমার জননী মেহিরুন্নিসা, ডাকনাম “বুলবুলি”, মাঝে মধ্যে গ্রামের বিভিন্ন মানুষের স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আমাকে বলেন করেন। ডাক্তার দেখানো, হসপিটালে ভর্তি, ছোট-খাটো অপারেশন মাঝে মধ্যেই করতে হয়। তারই অনেকদিনের দাবী ছিল গ্রামের সাধারণ মানুষের জন্য নিয়মিত হেলথ ক্যাম্প। আমাদের গ্রামের বাড়ি “অন্নপূর্ণা” থেকেই সেই কাজটা শুরু করা হল।

শুরুর ক্যাম্পটি মাই উদ্বোধন করেন। প্রথম ক্যাম্পেই এলাকার ২৫০+ রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন, রক্তের গ্লুকোজ-গ্রুপ নির্ণয় ও কিছু সাধারণ টেস্ট সহ ঔষধ সরবরাহ করা হয়। প্রতি মাসে একবার করে চলছে এই ক্যাম্প। সহযোগিতা করছে আমাদের – সাসেগ গুরুকুল হেলথ ক্লাব। আয়োজনের জন্য সহযোগিতা করছে ‪#‎TeamSufiFaruq‬ এর সদস্যরা এবং এলাকাবাসী।