ভারতিয় শাস্ত্রিয় সঙ্গীত

ভারতিয় শাস্ত্রিয় সঙ্গীত: ভারত সম্ভবত পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যেখানে একই সাথে দুটি পূর্ণ সমৃদ্ধ শাস্ত্রীয় সঙ্গীতের ধারা পাশাপাশি প্রচলিত রয়েছে।

১) হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত (Hindustani classical বা North Indian style of Indian classical music) বা হিন্দুস্থানি সিস্টেম

২) কার্নাটিক সিস্টেম (Carnatic music বা South Indian style of Indian classical music)।

দুটি ব্যবস্থাই স্বতন্ত্র এবং অত্যন্ত সমৃদ্ধ।

কার্নাটিক সিস্টেম প্রচলিত আছে মূলত দক্ষিণ ভারতের – তামিল নাড়ু, কেরালা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক রাজ্যে। ওখানকার প্রায় প্রতিটি পরিবারে, পারিবারিক শিক্ষা-সাংস্কৃতিক ও ধর্মের অংশ হিসেবে চর্চা হয়।

 

ভারতিয় শাস্ত্রিয় সঙ্গীত

 

হিন্দুস্থানি সঙ্গীত রীতি মূলত মুঘলদের পৃষ্ঠপোষকতার কারণে ভারত ছাড়াও – বাংলাদেশে, নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানে প্রচলিত হয়েছে। আমাদের দেশের সব ধরনের গানবাজনা ওই রীতিতেই হয়। আমরা আমাদের এই নোটটি তৈরি করেছি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত রীতি মেনে।

ছবির সোর্স: (www.surgyan.com)

 

সূচি:

Leave a Comment