
জন্মেছ তাই দেশের জন্ম
গৌরব অমলিন
অবনত মাথা চরণে তোমার
জাতির অনেক ঋণ
তোমারি কারণে জজ জেনারেল
হয়েছি মন্ত্রী নেতা
ভুলে যদি যায়
পাপের অঙ্কে পূর্ণ হইবে পাতা
তোমারি কন্যা প্রধানমন্ত্রী
ধরেছে দেশের হাল
পিতার মতই সত্য সাহস
লেখা রবে চিরকাল
যতদিন রবে বাংলার মাটি
পাখিরা গাহিবে গান
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।
করিব শপথ দলের পতাকা
একসাথে সবে ধরি
পিছুটান ভয় যেন করি জয়
পিতারে স্মরণ করি ।।