গানের টুকরো গল্পের সূচি । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

শাস্ত্রীয় সঙ্গীত মানে শুধুমাত্র গান বাজনা বা নৃত্য নয়, শাস্ত্রীয় সঙ্গীত অর্থ কমপ্লিট লাইফ স্টাইল। শিল্পীদের জীবনের গল্প, তাদের বড় হয়ে ওঠার গল্প, তাদের তালিম-রেয়াজের গল্প, জীবনের মোড় ঘুরে যাবার গল্প সহ নানা রকম গল্প এই সঙ্গীতের উপাদান। এমনকি আয়োজক, রসিক ও সঙ্গীত সমালোচকদের গল্পও সঙ্গীতের উপাদান। এসব মিলিয়েই সঙ্গীতের সব রং রূপ। তাই তার কিছু গল্প তুলে আনবো আপনাদের সেবায়।

 

 

সিরিজের বিভিন্ন ধরনের আর্টিকেল সূচি:

Leave a Comment