নাদ | অসুরের সুরলোকযাত্রা সিরিজ

নাদ মানে – শব্দ বা ধ্বনি। শাস্ত্রমতে নাদ শব্দের আর একটু ব্যখ্যা আছে। দুটি অক্ষর ‘ন’ এবং ‘দ’ আলাদা দুটো অর্থ বহন করে। ন-কার অর্থ প্রাণ বায়ু (Breath) এবং দ- কার অর্থ অগ্নি (Energy), এই দুটির সংযোগে নাদের সৃষ্টি। তবে এই ব্যাখ্যার সাথে সঙ্গীতের আপাতত কোন সম্পর্ক খোঁজার দরকার নেই।

 

নাদ

 

নাদ

 

পৃথিবীতে অসংখ্য নাদ হচ্ছে। কিছু নাদ আমরা শুনতে পারি । মানে সেই নানগুলো আমাদের শোনার ফ্রিকোয়েন্সির মধ্যে (20 Hz থেকে 20,000 Hz), বাকিগুলো আমাদের শোনার ক্ষমতার বাইরে।

আমরা যেই শব্দগুলো স্পষ্ট শুনতে পাই, সেগুলোই মূলত সঙ্গীত-যোগ্য নাদ।

 

আরও পড়ুন:

Leave a Comment