এখন অনলাইনে ট্রেজারি চালান ভেরিফাই করা যায়

চাকুরীর নিয়োগ পরীক্ষার ফি থেকে শুরু করে বিভিন্ন সরকারী সার্ভিসের জন্য ট্রেজারি চালান জমা দিতে হয়। এই চালান ঠিকমত জমা পড়লো কি না এই নিয়ে দুঃচিন্তা কম থাকে না। ভুয়া চালান রশিদ কিংবা জমায় গাফেলতির গল্প এ দেশে নতুন না। তবে এই ধরণের গল্প এখন অতীত হতে যাচ্ছে।

কারণ এখন অনলাইনে ট্রেজারি চালান ভেরিফাই করা যাচ্ছে কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস (সিজিএ)-এর ওয়েবসাইট থেকে।

 

অনলাইনে ট্রেজারি চালান

 

এজন্য সিজিএ’র ওয়েবসাইটে (http://www.cga.gov.bd) গিয়ে হোম পেজের বামে থাকা Online Challan Verification মেনুকে ক্লিক করুন অথবা http://goo.gl/NTppjH -লিংকে ক্লিক করে Online Challan Verification পেজে আসুন। এখানে চালান জমার তারিখ, কীভাবে টাকা জমা দিয়েছেন (ক্যাশ, চেক, ট্রান্সফার, ই-পেমেন্ট), ব্যাংকের নাম, শাখা এবং চালান নং লিখে ভেরিফাই-এ ক্লিক করলেই আপনি জানতে পারবেন আপনার চালান জমা হয়েছে কিনা।

এমন উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ যানাই সংশ্লিষ্ট সকলকে। আশাকরি, খুব তাড়াতাড়ি অনলাইনে ট্রেজারি চালান জমার ব্যবস্থাও আমরা পেয়ে যাবো।

একজন তথ্য প্রযুক্তির পেশার মানুষ হিসেবে বারবার বলি- জন-দুর্ভোগ আর দুর্নীতি কমাতে প্রযুক্তির বিকল্প নেই।
জনগণকে অনর্থক হয়রানির এরকম নব সরকারি প্রসেস একে একে তথ্য প্রযুক্তির আওতায় আনতে হবে।
দুর্নীতিবাজ লোকগুলো ইচ্ছে করলেও যেন দুর্নীতি না করতে পারে। ফাঁকিবাজ লোকগুলো সিস্টেমে পড়ে যেন অটোমেটিক ছিটকে যেতে বাধ্য হয়।

তবেই হবে সেই দেশ, যেই দেশ আমাদের দেশর স্থপতি চেয়েছিলেন।
সেই দেশ, যেই দেশের স্বপ্ন তিনি আমাদের দেখিয়েছিলেন।

জয় বাংলা !

Leave a Comment