Sufi Faruq Ibne Abubakar (সুফি ফারুক ইবনে আবুবকর)

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেয়া হল সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের হাতে পড় মুজিব

সঙ্গীতশিল্পী: "আঁখি আলমগীর"

“পড় মুজিব” প্রোগ্রামের আওতায়, “ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম” এর উদ্যোগে, এবার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের হাতে তুলে দেয়া হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী।
সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের হাতে প্রোগ্রামের পক্ষ থেকে কপিটি তুলে দিয়েছেন ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম-এর বোর্ড সদস্য মুনা চৌধুরী।

“পড় মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ, দর্শনের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করা। সেই উদ্দেশ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচার পাঠ চক্র পরিচালনা হয়। পাশাপাশি শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর ছেলেবেলার সাথে পরিচয় করিয়ে দিতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে তৈরি মুজিব গ্রাফিক নভেল বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।

এই আয়োজনটি শুরু হয়েছিল কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলায়। শুরু করার পর সামাজিক গণমাধ্যমের কল্যাণে সারা দেশে ব্যাপক সাড়া পেয়েছে। এখন দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও প্রত্যন্ত গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে।

সঙ্গীতশিল্পী: "আঁখি আলমগীর"

সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর

#আঁখিআলমগীরন #মুনাচৌধুরী #পড়মুজিব #জয়বাংলা #জয়বঙ্গবন্ধু #YBCF