উদ্যোক্তার সাক্ষাৎকার প্রশ্নমালা । উদ্যোক্তা আড্ডা । উদ্যোক্তা উন্নয়নে সুফি ফারুক ইবনে আবুবকরের কর্মসূচি

উদ্যোক্তার সাক্ষাৎকার প্রশ্নমালা তুলে দেয়া হলো। যারা উদ্যোক্তা আড্ডায় অংশগ্রহণ করবেন, তারা এই বিষয়গুলোতে তৈরি হয়ে এলে কথা সুবিধা হবে। আর আমাদের মাসিক ফিচারের জন্য প্রশ্নমালা লিখে পুরণ করে পাঠাবেন।

 

SufiFaruq.com Logo 252x68 2 উদ্যোক্তার সাক্ষাৎকার প্রশ্নমালা । উদ্যোক্তা আড্ডা । উদ্যোক্তা উন্নয়নে সুফি ফারুক ইবনে আবুবকরের কর্মসূচি

 

উদ্যোক্তার সাক্ষাৎকার প্রশ্নমালা

সফলতার পেছনের গল্প

অনুপ্রেরণা

 

  • প্রথমে উদ্যোক্তার ব্যাক্তিগত ও ব্যবসায়কি পরিচয়ের বিস্তারিত (বড় হয়ে ওঠা, লেখাপড়া, বর্তমান ব্যাবসাগুলোর নাম, সেগুলোর বিষেষত্ব, ইত্যাদি) সম্পর্কে আলোচনা করতে হবে।
  • উদ্যোক্তা কোন প্রশ্নের উত্তর দিতে না চাইলে বা বিব্রত বোধ করলে সেই পশ্ন বাদ দিতে হবে। নতুন কোন প্রশ্ন যোগ করতে চাইলে তা করা যাবে।

 

SufiFaruq.com Logo 252x68 3 উদ্যোক্তার সাক্ষাৎকার প্রশ্নমালা । উদ্যোক্তা আড্ডা । উদ্যোক্তা উন্নয়নে সুফি ফারুক ইবনে আবুবকরের কর্মসূচি

 

প্রিয় দর্শক,

আজকের উদ্যোক্তা আড্ডায় আপনাকে স্বাগতম।

 

আমরা এই আয়োজনটি করছি নবীন উদ্যোক্তাদের জন্য। বিশেষকরে যারা অগ্রদের অভিজ্ঞতা গল্পগুলো জানতে চান, দৃষ্টিভঙ্গি বুঝতে চান। তাদের অভিজ্ঞতাগুলোকে নিজের জিবনে কাজে লাগাতে চান।

 

আমরা এই আড্ডায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোক্তাদেরকে আমন্ত্রন জানাই। তাদের সাথে তাদের – কর্ম, দর্শন, আর্দশ, পরিকল্পনা নিয়ে কথা বলি। কথায় কথায় জেনে নেই শুরু থেকে আজ পর্যন্ত আসার গল্প।

 

SufiFaruq.com Logo 252x68 1 উদ্যোক্তার সাক্ষাৎকার প্রশ্নমালা । উদ্যোক্তা আড্ডা । উদ্যোক্তা উন্নয়নে সুফি ফারুক ইবনে আবুবকরের কর্মসূচি

 

  1. পরিচয়:
    • আপনি কীভাবে নিজের পরিচয় দিতে পছন্দ করেন। অথবা প্রথমে নিজের কোন পরিচয়টি দিতে পছন্দ করেন?
  2. বেড়ে ওঠা:
    • যেকোন মানুষের ভবিষ্যরে উপরে, তার ছোটবেলা থেকে বেড়ে ওঠার – পরিবেশ, লেখা পড়া, প্রশিক্ষন, বন্ধুবান্ধব, আত্বিয় স্বজন ইত্যাদির – উপরে অনেকখানি প্রভাবিত থকে। আপনার ক্ষেত্রে এই প্রভাব কেমন ছিল?
  3. শুরুর গল্প :
    • উদ্যোক্তা জিবনের শুরু কেথা থেকে?
    • কি কারনে মনে হয়েছিল – আপনি কোন একটি উদ্যোগে যোগ দেবার চেয়ে – নিজে উদ্যোগ নিলে ভাল করবেন?
    • শুরুর চ্যালেন্জগুলো কি কি ছিল (বিনিয়োগ, ইত্যাদি)? সেগুলো কিভাবে মোকাবেলা করলেন?
  4. আপনার সফলতার ভিত্তি:
    • সময়, সুযোগ, সৃষ্টিশীলতা, পরিশ্রম, সাহায্যআপনার সফলতার পেছনে কোনটার প্রভাব কেমন?
  5. আপনার সৃস্টি:
    • আপনার ব্যাবসা পদ্ধতি,
    • পন্য বা সেবাগুলোর মধ্যে আপনার নিজের সৃষ্টি বা ভ্যালু এডিশন কোনগুলো?
  6. সফলতা:
    • আজকে আপনি যতখানি সফল তার পিছনে উল্লেখযোগ্য কারনগুলো কি?
  7. আলটিমেট গোল :
    • কোথায় গিয়ে থামতে চান?
    • কোথায় থামা উচিৎ বলে মনে করেন।
  8. ব্যাবসা কৌশল
  9. সিদ্ধান্ত নেয়া :
    • উদ্যোক্তার মুল কাজ সিদ্ধান্ত নেয়া। প্রতিটি উদ্যোক্তা নিজেস্ব কিছু স্টাইল, প্যাটার্ন বা ফর্মুলা থাকে। আপনি সিদ্ধান্ত কীভাবে নেন?
    • সিদ্ধান্ত কীভাবে নেওয়া উচিৎ বলে মনে করেন?
  10. বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি : ব্যাবসায়ে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির একটা বিশাল ভুকিকা। সঠিক মাধ্যমে সঠিক ব্যায় বিজ্ঞাপন ব্যায় সফলতার একটা বড় শর্ত। আপনার এ বিষয়ে কি ভাবনা? বিজ্ঞাপনের জন্য কোন কোন মাধ্যম গুরুত্বপূর্ণ মনে করেন?
  11. বিজনেস নেটওয়ার্কিং: নেটওয়ার্কের প্রয়োজন কি এবং কীভাবে
  12. ট্রেড বডি: দরকার কেন করবো
  13. আমাদের শেয়ার বাজার : শেয়ার বাজার নিয়ে ভাবনা। কেমন দেখতে চান।
  14. চেইন ইন্ড্রাস্টি: চেইন ইন্ড্রাস্টি নিয়ে ভাবনা
  15. ব্যবস্থাপনা: উদ্যোক্তা চালানো ব্যবসা আর ব্যবস্থাপনা চালানো ব্যবসার পার্থক্য। বড় হতে দরকার। বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই কেন ম্যানেজমেন্ট রান বিজনেস মডেলে সফল হতে পারছে না?
  16. ব্যাংক এবং ব্যাংকিং : ব্যাংকগুলোকে কেমন দেখতে চান
  17. সমাজ, দেশ ও রাজনীতি:
    • দেশ : দেশ নিয়ে ভাবনা
    • রাজনীতি : রাজনীতি নিয়ে আপনার ভাবনা
    • জীবনের বা সমাজের ক্ষত গুলো আপনাকে ব্যথিত করে
    • দেশের আইন : বর্তমান প্রচলিত আইন নিয়ে আপনার ভাবনা
  18. সম্ভাবনা:
    • দেশের মধ্যে সম্ভাবনা : এদেশের আভ্যন্তরীন ব্যবসার সম্ভবনা নিয়ে ভাবনা
    • বিদেশে সম্ভাবনা: আমাদের সম্ভাবনা
  19. ব্যাক্তিগত
    • ব্যক্তিগত ও সামাজিক জীবন : সবাই বলে উদ্যোক্তাদের সফলতার সাথে সাথে যে বিষয়গুলো সাফার করে তার মধ্যে তার ব্যক্তিগত ও সামাজিক জিবন অন্যতম। আপনার ক্ষেত্রে বিষয়টি কি?
    • পরিবার: আপনার পরিবার সম্পর্কে
    • ব্যাক্তিগত ব্যায় : যেকোন মানুষের ব্যাক্তিগত ব্যায়ের যায়গাটি খুব গুরুত্বপুর্ন। পৃথিবীর অনেক মডেল উদ্যোক্তাদের ব্যাক্তিগত ব্যায় কমানোর বিষয়ে বারবার বলেছেন। আপনার ক্ষেত্রে বিষয়টি কি?
    • শখ : আপনার শখের দাম
    • স্বাস্থ্য: আপনার স্বাস্থ্য ভাবনা
    • স্ট্রেস রিলিফ : কিভাবে স্ট্রেস রিলিফ করেন
    • প্রিয় মুখ : পরিবার ছাড়া সুখে-দুখে প্রিয় মানুষ
    • কৃতজ্ঞতা : আপনি যে সকল প্রতিষ্ঠান বা ব্যাক্তির কাছে কৃতজ্ঞ মনে করেন।
    • ইচ্ছে করে : ইচ্ছের কোন সিমান্ত নেই। যাদের খুব সফল দেখতে ইচ্ছে করে। ইত্যাদি
    • স্বৃতি : স্মৃতিতে যা নাড়া দেয়
    • কিছু অবান্তর প্রশ্ন : আপনাকে কেউ যেভাবে খুশি করতে পারে?
    • সম্মাননা : যেসব সম্মাননা পেয়েছেন সেগুলির মধ্যে যেগুলি নাড়া দেয়
    • দর্শন ও আদর্শ: আপনার কাছে সফলতার মাপকাঠি
  20. এথিকস্‌:
    • ব্যাক্তিগত ও ব্যবসার এথিক্স:
    • ব্যবসায় এথিকস্ : আমি জানি এ প্রসঙ্গটি অত্যন্ত বিব্রতকর। কিন্তু ব্যাবসার সুবিধার জন্য অনেক সময় উৎকোচ দিতে হয়। এ বিষয়ে আপনার বক্তব্য।
  21. নতুন উদ্যোক্তাদের জন্য
  22. শুরু করতে বিনিয়োগ
    • বিনিয়োগ কতখানি সমস্যা
  23. ভাষা
    • Language নিয়ে আপনার বক্তব্য (কোনটি কেমন জানা দরকার)
  24. দেশে নতুন উদ্যোক্তাদের সমস্যা যার সমাধান দরকার মনে করেন
  25. নতুন উদ্যোক্তাদের অবশ্য কর্তব্য ৫টি
  26. নতুন উদ্যোক্তারা করবেনা এরকম ৫টি কাজ
  27. তরুণ প্রজন্ম নিয়ে ভাবনা
  28. ছাপার জন্য পাবলিক সাক্ষর

 

আরও দেখুন:

Leave a Comment