প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন

প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন গানটি রচনা করেছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। এই গানটির সুরকার যতদূর মনে পড়ে মান্নাদের একজন ভাইপো। ভদ্রলোকের নাম এই মুহূর্তে মনে আসছে না। গনটি কম্পোজ করা হয়েছে দীপক রাগে। এই গান সহ আরও দুটি গান চাচার জন্য সুর করে রেখেছিলেন মান্নাদের ভাইপো। তিনি কোলকাতায় ফিরে শুনে সুরটি খুব পছন্দ করেন। আবার দীপক রাগে সচরাচর গান বাজনা করা হয়না বলেও উনি সুরটি বিশেষ ভাবে নেন।

মান্না দে তার স্বভাবসুলভ ভাবে সুরটি আরও একটু ঘসে মেজে ঠিকঠাক করে নেন। কিন্তু রেকর্ডিঙের সময় তার মনে হয়, এর শুরুতে একটা সারদের পিস লাগালে খুব ভাল হতো। বেশ কদিন চেষ্টা চলল। কিন্তু সেসময় কোলকাতার কোন শারদ বাদক মান্নাদের মনের মতো করে ওটা বাজাতে পারছিলেন না। বাদক ভাল বা খারাপ বিষয় না। কেউ যেন ওনার চাওয়াটা বুঝতে পারছিল না। এই জন্য সে যাত্রায় গানটির রেকর্ডিং হয়নি। পরে উনি বম্বের এক আর্টিস্টকে দিয়ে পিসটি বাজিয়ে নিয়েছিলেন।

 

প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন - পদ্মভূষণ কণ্ঠশিল্পী মান্না দে । Pavmabhushan
পদ্মভূষণ কণ্ঠশিল্পী মান্না দে । Padma Bhushan Manna Dey

 

প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন

প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন (২)
যত দুরে চাই, নাই শুধু নাই।
দিকে দিকে শুধু নাই, নাই, নাই ..
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন।

শুষ্ক কানন তরু শাঁখে,
বিরস কণ্ঠে পাখি ডাকে (২)
বুক ফাটা পিয়াসায়, অগ্নি আকাশ পানে চাহে যে সদাই।।
দিকে দিকে শুধু নাই, নাই, নাই ..
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন।

হায়রে স্রোতস্বিনী, এমন শীর্ণা তোরে,
দেখিনি তো আর কোন দিনই..। হায়রে।
হায়রে স্রোতস্বিনী।

বক্ষে মরণ যাচে আশা,
নীরব মৌন যত ভাষা।
এক ফোটা অশ্রুর, সান্ত্বনা খুঁজে তবু দুহাত বাড়াই।
দিকে দিকে শুধু নাই, নাই, নাই ..
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন।

যত দুরে চাই, নাই শুধু নাই।
দিকে দিকে শুধু নাই, নাই, নাই ..
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন।

 

*

 

সুফি ফারুক কে আশীর্বাদ করছেন পণ্ডিত মান্না দে
সুফি ফারুক কে আশীর্বাদ করছেন পণ্ডিত মান্না দে

 

 

মুল গানের লিংক:

https://www.youtube.com/watch?v=r7o4EYyaeWk&nohtml5=False

 

শ্রীকান্ত আচার্যের গাওয়া:

 

 

আরও দেখুন: