রাগ আহির ভৈরব । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

শ্রোতা সহায়িকা নোট সিরিজে আজকের রাগ – রাগ আহির ভৈরব।  এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। আপডেট পেতে আবারো আসার আমন্ত্রণ রইলো।

 

রাগ আহির ভৈরব

 

রাগ আহির ভৈরব

 

রাগ আহির ভৈরব রাগটি রাত্রির চতুর্থ প্রহর বা দিনের সূচনালগ্নের রাগ বা ভোরবেলার রাগ। আহীর অর্থ -গোয়ালা। ভোরে গোয়ালা গ্রামে গ্রামে দুধ নিয়ে যায়। আহীর ভৈরবে সেই ভোর ভোর সময়টাকেই কল্পনা করা হয়েছে। এই রাগটি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ভক্তি মূলক পরিবেশনার জন্য একটি অত্যন্ত জনপ্রিয় রাগ। যতদূর জানা যায় ভৈরব রাগ এবং প্রাচীন আহিরী রাগ এর সংমিশ্রণে এ রাগের জন্ম। এতে ঋষভ (ঋ) এবং নিষাদ (ণ) কোমল। বাকি সব স্বর শুদ্ধ। প্রতিটি স্বরই আরোহণ অবরোহণে ব্যবহৃত হয়। ঋষভ এর উপরের বিশেষ আন্দোলন আহির ভৈরব এর বিশেষ সৌন্দর্য।

আরোহণঃ স ঋ গ ম প ধ ণ র্স
অবরোহণঃ র্স ণ ধ প ম গ ঋ স
বাদী-সমবাদীঃ মধ্যম (ম) – ষরজ (স)
প্রহরঃ দিবা প্রথম প্রহর

আরোহ-আবরোহ এই লিঙ্ক গুলোতে গিয়ে শুনে নিতে পারেন । লিংক ১  ।

 

SufiFaruq.com Logo 252x68 2 রাগ আহির ভৈরব । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

কাজী নজরুল ইসলামের গানে আহির ভৈরব :

নজরুলের অনেক গান রাগাশ্রয়ী। নির্দিষ্ট রাগের আশ্রয়ে যে গানগুলোতে সুর করা হয়েছে, সেগুলোর পুরো সুরে রাগের অবয়ব বজায় রাখার চেষ্টা থেকেছে; খুব বেশি রাগভ্রষ্ট হয়নি। তাই নজরুলের গানগুলো কান তৈরিতে বেশি উপযোগী বলে আমার কাছে মনে হয়।

১. অরুণকান্তি কে গো যোগী ভিখারি – কাজী নজরুল ইসলাম

 

কবিগুরু রবীন্দ্রনাথের গানে আহির-ভৈরব:

কবিগুরু তার অনেক কম্পোজিশনে প্রচলিত রাগের আশ্রয় নিলেও অনেক সময় রাগের কাঠামোতে তিনি আটকে থাকতে চাননি। তাঁর সুরের পথ রাগের বাইরে চলে গেছে প্রায়শই। আমার কাঁচা কান যা বলে, তাতে বিশুদ্ধ রাগাশ্রয়ী গান হিসেবে তাঁর গান অনেক ক্ষেত্রেই খুব ভালো উদাহরণ নয়।

১.

 

আধুনিক গানে আহির-ভৈরব :

১.

 

গজলে আহির-ভৈরব :

১.

 

ভজনে আহির-ভৈরব :

১.

 

ঠুমরিতে আহির-ভৈরব :

১.

 

অন্যান্য:

১.

যন্দ্রে আহির-ভৈরব:

সেতার:

১. ইমদাদখানী ঘরানার শহীদ পারভেজ খানের সেতারে – আহির-ভৈরব ।

 

সরদ:

১.মাইহার ঘরানার খলিফা ওস্তাদ আলী আকবর খানের সরদে- আহির-ভৈরব।

২. পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের সরদে- আহির-ভৈরব।

 

খেয়াল:

১. রামপুর সহসওয়ান ঘরানার ওস্তাদ রশিদ খানের – আহির-ভৈরব।

২. আমীর খান সাহেব এর- আহির-ভৈরব ।

৩. পণ্ডিত কুমার গান্ধর্বের কেদার – আহির-ভৈরব ।

৪. জয়পুর ঘরানার শিল্পী কিশোরী আমনকারের গলায় – আহির-ভৈরব ।

৫. পণ্ডিত মুকুল শিবপুত্রের- আহির-ভৈরব ।

৬. বিদুষী শোভা মুডগালের- আহির-ভৈরব ।

 

রিলেটেড রাগ:

 

SufiFaruq.com Logo 252x68 1 রাগ আহির ভৈরব । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

রাগ আহির ভৈরব সম্পর্কে আরও জানার জন্য:

১. উইকিপিডিয়ার – রাগ আহির ভৈরব

২. সঙ্গীত গুরুকুলের – রাগ আহির ভৈরব

৩. সকল রাগের নোটের সূচি [ Raga Notes Index ]