রাগ পাহাড়ি । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

রাগ পাহাড়ি ছোট একটা রাগ। সেমি ক্লাসিকাল গান বাজনায় খুব জনিপ্রয় রাগ। কেউ বলেন, রাগ পাহাড়ি এসেছে – কাশ্মীর, হিমাচল, উত্তরকান্দ থেকে। কেউ বলেন আসাম বা নেপালর পাহাড়ি সুরের থেকে। বড় ওস্তাদরা এটাকে একসময় রাগ হিসেবে স্বীকৃতি দিতে চাইতেন না। ধুন হিসেবেই চালানো হতো। তাই পাহাড়িতে খেয়াল গাইতে শোনা যায়নি। তবে এখন পাহাড়ি রাগ হিসেবে স্বীকৃত এবং সেমি ক্লাসিকালে খুবই জনপ্রিয়।

রাগ পাহাড়ি । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

রাগ পাহাড়ি

 

শুধু পাহাড়িই না, অনেকগুলো রাগের জন্ম হয়েছে লোকসঙ্গীত থকে। রাজস্থানের লোকসঙ্গীতের থেকে তৈরি হয়েছে রাগ মান্দ। Hindi heartland এর লোকসঙ্গীত থেকে জন্ম হয়েছে পিলু রাগের। এই সবগুলো রাগেরই হৃদয় যদি হয় শাস্ত্র, তবে শরীর লোকসঙ্গীত। অথবা ভাইস-ভার্সা। এছাড়াও – দেশ, তিলক-কামোদ, বৃন্দাবনি সারং, ঝিন্ঝটি, গারা, কাফি, খাম্বাজ – রাগগুলোও প্রায় একইভাবেই এসেছে।

পাহাড়ির রূপ- শান্ত, নির্মল। এর সুরের প্রতিটি অঙ্গে আছে – প্রেম, শান্তি আর বেদনা- রস (এবং Peace, power, pathos, poignancy )। রসিক হিসেবে আপনি যখন শুনবেন এই সুর, আপনার মনের তখনকার অবস্থার উপরে একটি বা একাধিক রস ধরা দেবে।

জনপ্রিয় প্রতিটি লোকসঙ্গীতের ধারাতেই প্লেব্যাক হয়েছে। প্রতিটি রাগেও প্লেব্যাক হয়েছে। তবে পাহাড়ি সাধারণ লোকসঙ্গীত ধুনে এবং পাহাড়ি রাগে ভারতে তুলনামূলকভাবে অনেক বেশি প্লেব্যাক হয়েছে।

 

 

রাগ পাহাড়ির রাগের শাস্ত্র /নিয়ম কানুন ও কারিগরি বিষয়:

এর আরোহণ ও অবরোহণ দেশকার বা ভূপালীর সাথে মিল আছে। এই রাগে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ষড়্জ। বাদী স্বরের বিচারে এই রাগের চলন দেশকার ও ভূপালী থেকে ভিন্নরূপ লাভ করে। দেশকার ও পাহাড়ি রা্গের চলনের মধ্যে বিলাবল অঙ্গের প্রভাব রয়েছে। এদিকে ভূপালীর চলনের সাথে কল্যাণ অঙ্গের মিল আছে। এছাড়া দেশকারে ভূপালী চেয়ে গান্ধারের প্রয়োগ কম। যে কারণে ভূপালীতে গান্ধার বাদীস্বর কিন্তু দেশকারে গান্ধার সমবাদী স্বর। পঞ্চম স্বরটি দেশকারে ভূপালীর চেয়ে বেশি ব্যবহৃত হলেও পাহাড়ি রাগের মতো অতটা প্রবল নয়। পাহাড়ির সমবাদী স্বর পঞ্চম। ভূপালীর চেয়ে দেশকার-এ পঞ্চম একটু বেশি ব্যবহৃত হয়। কিন্তু পাহাড়িতে পঞ্চম এ দুটি রাগে তার চেয়েও বেশি। পঞ্চমের এই আধিক্যের জন্য পাহাড়ির সমবাদী পঞ্চম।

এই রাগের সবচেয়ে বেশি স্বরবিস্তার হয় মন্দ্র ও মধ্য সপ্তকে। সেনী ঘরানায় আরোহণে গান্ধার ও নিষাদ বর্জিত হয়, কিন্তু অবরোহণে কোনো স্বরকেই বাদ দেওয়া হয় না। ফলে রাগটির জাতি হয়ে যায়– ঔড়ব-সম্পূর্ণ।

 

SufiFaruq.com Logo 252x68 3 রাগ পাহাড়ি । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

কণ্ঠসঙ্গীতে পাগাড়ি:

নজরুল সঙ্গীতে রাগ পাহাড়ি:

পুরো পাহাড়ি রাগে নজরুলের খুব বেশি গান নেই। তিনি স্বভাবসুলভ কারণে পাহাড়ির সাথে কিছু অন্য রাগ মিশিয়ে যুক্ত রাগের কিছু কম্পোজিশন করেছেন।

১. ও কালো বউ জল আনিতে যেয়ো না (রাগঃ পাহাড়ি, তালঃ কাহার্‌বা)

২.

 

রবীন্দ্রসঙ্গীতে রাগ পাহাড়ি:

কবিগুরু তার অনেক কম্পোজিশনে প্রচলিত রাগের আশ্রয় নিলেও অনেক সময় রাগের কাঠামোতে তিনি আটকে থাকতে চাননি। তাঁর সুরের পথ রাগের বাইরে চলে গেছে প্রায়শই। আমার কাঁচা কান যা বলে, তাতে বিশুদ্ধ রাগাশ্রয়ী গান হিসেবে তাঁর গান অনেক ক্ষেত্রেই খুব ভালো উদাহরণ নয়।
১.

 

গজলে পাহাড়ি:

 

আধুনিক গানে পাহাড়ি:

 

SufiFaruq.com Logo 252x68 2 রাগ পাহাড়ি । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

ফিল্মের গান:

  • Aajaa re paradeshi mein , – , Raga : , Pahadi, , – , Film : , Madhumati , – , – , Year : , 58 , – , Music Director : , Salil Choudhary , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , Shailendra
  • Aajki raat piya dil na todo , – , Raga : , Pahadi, , – , Film : , Baazi , – , – , Year : , 1951 , – , Music Director : , S D Burman , Vocal : , Geeta Dutt , Lyricist : ,
  • Aawaaz de kahaan hai , – , Raga : , Pahadi, , – , Film : , AnmolGhadi , – , – , Year : , 46 , – , Music Director : , Naushad , Vocal : , Noor Jahan+ Surendra , Lyricist : , Tanvir Naqvi
  • Chahunga mein tujhe sanj sawere , – , Raga : , Pahadi, , – , Film : , Dosti , – , – , Year : , 1954 , – , Music Director : , Laxmikant Pyarelal , Vocal : , Mohemmad Rafi , Lyricist : ,
  • Chandaa re mori patiyaa , – , Raga : , Pahadi, , – , Film : , Banjaran , – , – , Year : , 60 , – , Music Director : , Pardesi , Vocal : , Lata +Mukesh , Lyricist : , Pt Madhur
  • Chaudhavinkaa chaand ho , – , Raga : , Pahadi, , – , Film : , ChaudhaviKaChand , – , – , Year : , 60 , – , Music Director : , Ravi , Vocal : , Mohammad Rafi  , Lyricist : , Shailendra
  • Chhod babulka ghar  , – , Raga : , Pahadi, , – , Film : , Babul , – , – , Year : , 1950 , – , Music Director : , Naushad , Vocal : , Shamshad Begam, Rafi, Talat , Lyricist : , Shakeel Badayuni
  • Do sitaron ka jamin par , – , Raga : , Pahadi, , – , Film : , Kohinoor , – , – , Year : , 60 , – , Music Director : , Naushad , Vocal : , Lata +Mohammad Rafi , Lyricist : , Shakeel Badayuni
  • Door koi gaaye dhun ye , – , Raga : , Pahadi, , – , Film : , BaijuBaawaraa , – , – , Year : , 52 , – , Music Director : , Naushad , Vocal : , Lata+Rafi+Shamshad , Lyricist : , Shakeel Badayuni
  • Faili hui hai sapanon ki , – , Raga : , Pahadi, , – , Film : , HouseNo.1944 , – , – , Year : , 55 , – , Music Director : , S D Burman , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , Sahir Ludhiyanvi
  • Hawamein udata jaaye mera , – , Raga : , Pahadi, , – , Film : , Barasat , – , – , Year : , 1949 , – , Music Director : , Shankar Jaikishan , Vocal : , Lata Mangeshkar , Lyricist : ,
  • Itni hasin itni jawaan , – , Raga : , Pahadi, , – , Film : , Aaj aur kal , – , – , Year : , 63 , – , Music Director : , Ravi , Vocal : , Mohammad Rafi  , Lyricist : , Sahir Ludhiyanvi
  • Jhulmi sang aankh ladi , – , Raga : , Pahadi, , – , Film : , Madhumati , – , – , Year : , 58 , – , Music Director : , Salil Choudhary , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , Shailendra
  • Kahin dur jab din dhal jaae , – , Raga : , Pahadi, , – , Film : , Aanand , – , – , Year : , 70 , – , Music Director : , Salil Choudhary , Vocal : , Mukesh , Lyricist : , Yogesh
  • Karvate badalte rahe , – , Raga : , Pahadi, , – , Film : , AapkiKasam , – , – , Year : , 74 , – , Music Director : , R D Burman , Vocal : , Lata +Kishor Kumar , Lyricist : , Anand Baxi
  • Koraa kaagaz thaa ye man meraa , – , Raga : , Pahadi, , – , Film : , Aaraadhanaa , – , – , Year : , 69 , – , Music Director : , S D Burman , Vocal : , Lata +Kishor Kumar , Lyricist : , Anand Baxi
  • Lagja gale ke fir , – , Raga : , Pahadi, , – , Film : , WoKonThi , – , – , Year : , 64 , – , Music Director : , Madan Mohan , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , RajaMehdiAli Khan
  • Meri aankhome bas gayaa , – , Raga : , Pahadi, , – , Film : , Barasat , – , – , Year : , 49 , – , Music Director : , Shankar Jaikishan , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , Hasrat Jaipuri
  • Raatka sama jhume chandraman , – , Raga : , Pahadi, , – , Film : , Ziddi , – , – , Year : , 1964 , – , Music Director : , S D Burman , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , Hasrat Jaipuri
  • Saajanki galiyaan chhod chale , – , Raga : , Pahadi, , – , Film : , Bazaar , – , – , Year : , 49 , – , Music Director : , Shyam Sundar , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , Qamar Jalalabadi
  • Sakhiri moraa man ulajhe , – , Raga : , Pahadi, , – , Film : , Chitralekhaa , – , – , Year : , 64 , – , Music Director : , Roshan , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , Sahir Ludhiyanvi
  • Sar jo teraa takaraaye , – , Raga : , Pahadi, , – , Film : , Pyaasaa , – , – , Year : , 57 , – , Music Director : , S D Burman , Vocal : , Mohammad Rafi  , Lyricist : , Sahir Ludhiyanvi
  • Sawanka mahina pavan kare , – , Raga : , Pahadi, , – , Film : , Milan , – , – , Year : , 1967 , – , Music Director : , Laxmikant Pyarelal , Vocal : , Lata + Mukesh , Lyricist : ,
  • Suhaani raat dhal chuki , – , Raga : , Pahadi, , – , Film : , Dulaari , – , – , Year : , 49 , – , Music Director : , Naushad , Vocal : , Mohammad Rafi  , Lyricist : , Shakeel Badayuni
  • Tere naino ne chori kiya , – , Raga : , Pahadi, , – , Film : , AnmolGhadi , – , – , Year : , 1946 , – , Music Director : , Naushad , Vocal : , Shamshad Begam , Lyricist : ,
  • Thandi hawaaye laheraati , – , Raga : , Pahadi, , – , Film : , Nav jawaan , – , – , Year : , 51 , – , Music Director : , S D Burman , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , Sahir Ludhiyanvi
  • Tum na jaane kis jahan mein  , – , Raga : , Pahadi, , – , Film : , Sajaa , – , – , Year : , 51 , – , Music Director : , S D Burman , Vocal : , Lata Mangeshkar , Lyricist : , Sahir Ludhiyanvi

 

নাট্যসঙ্গীত
১.

 

ঠুমরিতে পাহাড়ি:

 

কাওয়ালীতে পাহাড়ি:

 

SufiFaruq.com Logo 252x68 1 রাগ পাহাড়ি । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

যন্ত্রে রাগ পাহাড়ি:

বিভিন্ন শিল্পী বিভিন্ন যন্ত্রে বাজিয়েছেন এ রাগ। তার কিছু লিংক যুক্ত করলাম।

 

সুরবাহার:
১.

 

সেতার:

১. পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের সেতারে পাহাড়ি

 

সারোদ
১.

 

সারেঙ্গী
১.

 

বাঁশি:

১. মাইহার ঘরানার পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশিতে পাহাড়ি

 

বেহালা
১.

 

এস্রাজ
১.

 

দিলরুবা
১.

 

সান্তর
১.

 

সাঁনাই
১.

 

এবার একটু সিরিয়াস গান বাজনা:

তারানা
১.

খেয়াল
১.

ধ্রুপদ/ধামার:
১.

 

টিউটোরিয়াল:

যেকোনো রাগের স্বরের চলাফেরা বোঝার জন্য ২/৫ টি স্বর-মালিকা বা সারগম-গীত শোনা দরকার। স্বর মল্লিকার পাশাপাশি দু একটি  লক্ষণ গীত (বা ছোট খেয়াল) শুনলে সহজ হতে পারে। লক্ষণ গীত মূলত শেখানো হয় রাগের লক্ষণগুলো সহজে ধরতে। লক্ষণ গীত ছোট খেয়াল প্রায় একই কাজ করে। অনলাইনে অনেক গুলো আছে। একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। স্যাম্পল হিসেবে নিচের দুটো লিংক দেয়া হল।

১. রাগ পাহাড়ির স্বরমল্লিকা।

২. এনিসিআরটির টিউটোরিয়াল।

 

রিলেটেড রাগ:

রাগ পাহাড়ি সম্পর্কে আরও জানার জন্য:

১. উইকি আর্টিকেল

২. অটোমেটেড ট্রান্সক্রিপশন প্রজেক্ট এর পাহাড়ি

 

সিরিজের বিভিন্ন ধরনের আর্টিকেল সূচি: