তাল এর জাতি

জাতিভেদে যেমন সাতটি তাল 35 টি তালে পরিবর্তিত হয় সেইরূপ গতিভেদে এই 35 – টি তাল আবার 175- টি তালে রূপান্তরিত হয়। প্রত্যেকটি তাল যেমন পাঁচটি জাতির প্রভাবে লঘুর মান পরিবর্তিত হয়ে পাঁচটি তালে রূপান্তরিত হয় তেমনি রূপান্তরিত প্রত্যেকটি তাল আবার গতিভেদেও জাতির প্রভাবে 25 টি উপ তালে পরিবর্তিত হয়।
যেমন:- ত্রিপুট তাল
—————–
( জাতিভেদে)
অঙ্গ চিহ্ন জাতি অঙ্গের মাত্রা মোট মাত্রা
.…….…… …….. ……………… ……………..
I 0 0 তিস্র 3+2+2 7
চতস্র 4+2+2 8
খণ্ড 5+2+2 9
মিশ্র 7+2+2 11
সঙ্কীর্ণ 9+2+2 13

গতিভেদে ত্রিপুট তাল
…..……………………………
তিস্র জাতিতে ত্রিপুটতালের পাঁচ প্রকার জাতীর গতিভেদ নিম্নে দেওয়া হল।
অঙ্গচিহ্ন জাতি অঙ্গেরমাত্রা মোটমাত্রা
………… …….. ……..… ……………
I 0 0 তিস্র 3+2+2 7

জাতি | তিস্রজাতির মাত্রা | জাতির মাত্রা l মোটমাত্রা
তিস্র- 7 X 3 = 21
চতস্র- 7 X 4 = 28
খণ্ড- 7 X 5 = 35
মিশ্র- 7 X 7 = 49
সঙ্কীর্ণ- 7 X 9 = 63

তিস্র জাতিতে ত্রিপুট তালের মাত্রা সংখ্যা হল 7 মাত্রা , এই মাত্রা পাঁচটি জাতির প্রতিটি জাতির সঙ্গে গুণিতক হয়ে 21, 28 , 35 , 49 , 63 এই পাঁচটি মাত্রা বিশিষ্ট উপতাল রচিত করে। এইভাবে চতস্র জাতিতে এই তালের অঙ্গচিহ্ন অনুযায়ী মাত্রা হল 8 মাত্রা। এই 8- মাত্রাও গুণিতক হিসাবে জাতির মাত্রা সংখ্যা 3, 4, 5, 7 , 9 – এর সাথে 24 ,32 , 40 , 56 ,72 মাত্রার পাঁচটি উপতাল তৈরি করে। এইভাবে একটি তাল গতিভেদে প্রতিটি জাতির মাধ্যমে পাঁচটি উপতাল তথা 5-জাতিতে 25 টি উপতাল তৈরি করে। এইভাবে মূল সাতটি তালের প্রত্যেকটির 25 টি উপতালের সংখ্যা গিয়ে দাঁড়ায় 25 X 7= 175 উপতাল । তাই জাতিভেদে মোট 7-টি তাল × 5টি জাতি =35 টি রূপান্তরিত তাল হয়। আবার গতি ভেদে 7টি তাল × 25 টি উপাতাল = 175 টি উপতাল সৃষ্টি করে। এই পদ্ধতিটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক এবং অংক নির্ভর হওয়ায় তার ব্যাকরণগত তথ্য যেমন সঠিক, ঠিক তেমনি সংগীত শিল্পীদের সামনে একটি স্বচ্ছ এবং সাশ্বত রূপ তালগুলোর ধারনাকে স্পষ্ট করে।

 

মিশ্র জাতি
তিস্র জাতি
চতস্র জাতি

 

আরও দেখুন:

Leave a Comment