ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর পক্ষ থেকে মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এর হাতে বন্যা পীড়িত মানুষের জন্য ত্রাণের নগদ অর্থ হস্তান্তর ও আসন্ন কর্মসূচি সমূহ নিয়ে মত বিনিময়

২০ আগস্ট ২০১৭ তারিখে জাদুঘর মিলনায়তনে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর পক্ষ থেকে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়াবার কর্মসূচির অংশ হিসেবে মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এর হাতে বন্যা পীড়িত মানুষের জন্য ত্রাণের নগদ অর্থ হস্তান্তর ও আসন্ন কর্মসূচি সমূহ নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- সুফি ফারুক, কমল চৌধুরী, কুমার বিশ্বজিৎ, ড: মশিউর রহমান, আঁখি আলমগির, ব্যারিস্টার তৌফিকুর রহমান, মুনা চৌধুরী, তানভীন সুইটি, তারিন জাহান, ড: মলি রেজা, জিনাত শানু স্বাগতা, মাসুদা বিজলি, মাজনুনন মিজান, প্রনিল শামসাদ জাহিদ, কারার মাহমুদ, তাসদিক নমিরা আহমেদ, সাবরিন সাকা মীম, আক্তারুজ্জামান সিনবাদ, সামিয়া আফরিন, মুনজারিন অবনি, সঙ্গীতা চৌধুরী, ঈশিকা আজিজ, তাহমিনা সুলতানা মৌ। এই কর্মসূচির আওতায় ফোরামের সদস্যদের নিজস্ব অর্থায়নে দেশের কয়েকটি স্থানে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে যুক্ত হয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর পক্ষ থেকে মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এর হাতে বন্যা পীড়িত মানুষের জন্য ত্রাণের নগদ …

Read more