
দিন বদলের আড্ডা মুলত উঠান বৈঠক ধরনের কার্যক্রম। গ্রামের মাঠে, উঠানে বা বাজারে এই আড্ডার আয়োজন হয়। স্থানীয় ছেলে-মেয়েরা এই আড্ডার আয়োজন করে। বাইরে থেকে দু একজন অতিথি যায়। তরুনরা মুল আয়োজক হলেও কখনও এলাকার মুরব্বীরা এই আড্ডায় যোগ দেয়। খুব ইনফরমাল কায়দায় চা, মুড়ি খেতে খেতে ওই এলাকার মানুষের সমস্যা নিয়ে কথা বলা হয়।