স্বজন হারানো বেদনা নিয়ে
পরের দুঃখ বোঝ সদাই
সর্বস্বান্ত অসহায় জনে
স্নেহের ছায়ায় দিলে যে ঠাঁই
পিতার মতোই বাঙালির সাথে
ভাবো যে বিশ্ব মানবতায়
ভিনদেশি লাখ দুঃখী জনগণে
ভরা সংসারে দিয়েছ ঠাঁই
বিশ্ব বিবেক উঠুক জাগিয়া
জয় হোক তব মানবতার
দুঃখী জনগণ ফিরে পাক ভূমি
যেথায় জন্ম হয়েছে যার।
সংসদে রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী
প্রত্যেক রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে হবে, এনিয়ে রাজনীতি করবেন না
‘এনিয়ে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে কথা বলবো’

ইত্তেফাক রিপোর্ট | ১২ সেপ্টেম্বর, ২০১৭ ইং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যু মিয়ানমারেরই সৃষ্ট। সুতরাং এই সমস্যার সমাধানও তাদেরই করতে হবে। যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেককে ফিরিয়ে নিতে হবে। প্রতিবেশি দেশ হিসেবে আমরা সাহযোগিতা করবো। প্রয়োজনে মিয়ানমারে সেইফ জোন স্থাপন করতে হবে। কফি আনান কমিশন রিপোর্ট বাস্তবায়ন করতে হবে। গতকাল সোমবার সংসদে রোহিঙ্গা ইস্যু নিয়ে আনীত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগের সুযোগ নিয়ে কেউ যেন রাজনীতির সুযোগ নেয়ার চেষ্টা না করে। ভাগ্য বদলের চেষ্টা না করে। তাদেরকে খাদ্য দেয়ার সামর্থ্য আমাদের রযেছে। সত্যিকার যারা এসেছে তাদের আইডেনটিটি থাকবে, ছবি থাকবে। সাময়িকভাবে তাদের আশ্রয় দেয়ার ব্যবস্থা নিয়েছি। এটা নিয়ে আমি জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনেও কথা বলবো।
Tags: স্থপতি ইয়াফেস ওসমান