স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা : কবি ও ছড়াকার স্থপতি ইয়াফেস ওসমান সমাজ ও রাজনীতির বিভিন্ন ঘটনাবলি খুব গভীরভাবে প্রত্যক্ষ করেছেন। সেসব ঘটনা নিয়ে নিয়মিত লিখেছেন ছড়া ও কবিতা। তার কিছু আপনাদের জন্য তুলে দিলাম।
Table of Contents
স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা :
মাঠের মাঝেও বললে কথা, যার গায়ে তার বাজে।।
![ban1 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 2 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা । গোপালীকে ক্রেন দিয়ে তুলতে হবে – খালেদা জিয়া](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/ban1-300x211.jpg)
ওজন দেখেই যায়যে বোঝা
ক্রেন লাগবে কার
নিজেই ট্রেন মিস করেছেন
প্রকাশ পরিষ্কার।
গরু হারিয়ে জুতো পেলে
এমনি কথাই সাজে
মাঠের মাঝেও বললে কথা
যার গায়ে তার বাজে।।
প্রেক্ষাপট:
গোপালীকে ক্রেন দিয়ে তুলতে হবে – খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, তারা বলেন, গোপালীরা নাকি কপালি হয়। হায়রে কপালি। গোপালী এখন আর ট্রেনে নেই। গোপালীকে এখন ক্রেন দিয়ে তুলতে হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ প্রতিদিন (১০ মার্চ, ২০১৪ইং)
রোহিঙ্গা [ ইয়াফেস ওসমানের কবিতা ]
স্বজন হারানো বেদনা নিয়ে
পরের দুঃখ বোঝ সদাই
সর্বস্বান্ত অসহায় জনে
স্নেহের ছায়ায় দিলে যে ঠাঁই
![PM Sheikh Hasina স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 3 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা - রোহিঙ্গা](https://sufifaruq.com/wp-content/uploads/2017/09/PM-Sheikh-Hasina--300x274.jpg)
পিতার মতোই বাঙালির সাথে
ভাবো যে বিশ্ব মানবতায়
ভিনদেশি লাখ দুঃখী জনগণে
ভরা সংসারে দিয়েছ ঠাঁই
বিশ্ব বিবেক উঠুক জাগিয়া
জয় হোক তব মানবতার
দুঃখী জনগণ ফিরে পাক ভূমি
যেথায় জন্ম হয়েছে যার।
প্রেক্ষাপট:
সংসদে রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী :
প্রত্যেক রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে হবে, এনিয়ে রাজনীতি করবেন না ‘এনিয়ে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে কথা বলবো’- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগের সুযোগ নিয়ে কেউ যেন রাজনীতির সুযোগ নেয়ার চেষ্টা না করে। ভাগ্য বদলের চেষ্টা না করে। তাদেরকে খাদ্য দেয়ার সামর্থ্য আমাদের রযেছে। সত্যিকার যারা এসেছে তাদের আইডেনটিটি থাকবে, ছবি থাকবে। সাময়িকভাবে তাদের আশ্রয় দেয়ার ব্যবস্থা নিয়েছি। এটা নিয়ে আমি জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনেও কথা বলবো।
মোস্তাফিজের জন্য আমরা গর্বিত [ ইয়াফেস ওসমানের কবিতা ]
তোমার দেওয়া উৎসাহ তাই
করিয়াছে নির্ভয়,
বাংলার ছেলে মোস্তাফিজ
ক্রিকেটেতে বিশ্বয় ।
![2016 04 29 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 4 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা | মোস্তাফিজের জন্য আমরা গর্বিত – প্রধানমন্ত্রী](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/2016-04-29-300x251.png)
বয়সখানা কিশোর আজও
পেরোয়নিকে বিশ,
ক্রিকেট বিশ্ব অবাক হয়ে
দেখছে অহর্নিশ ।।
প্রেক্ষাপট:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন – মোস্তাফিজের জন্য আমরা গর্বিত
দূরদৃষ্টি [ ইয়াফেস ওসমানের কবিতা ]
ডক্টর দীন মহম্মদ দিয়েছে আমায়
যাকে বলে দূরদৃষ্টি
কাছের বেলায় বুঝতে পারি
যবে গায়ে পড়ে বৃষ্টি।
একেই বলে বিধাতার দান
অমূল্য যার মূল্য
মানুষের করা বস্তু তাইতো
নয়কো তাহার তুল্য।।
শুভেচ্ছা [ ইয়াফেস ওসমানের কবিতা ]
প্রফেসর দীন মহম্মদ
চক্ষু সারজন
প্রক্ষাত ডাক্তার
অতিশয় সজ্জন
কঠোর পরিশ্রমে
যাহা হয় সঞ্চিত
দরিদ্র রোগীগণ
নয় কভু বঞ্চিত।
কায়মনে দোয়া করি
পরম করুনাময়
দীন মহম্মদ এ দীর্ঘায়ু কর
সদা তারেদিও জয়।।
দলের জন্ম [ ইয়াফেস ওসমানের কবিতা ]
পলাশির প্রান্তর ২৩ শে জুন
সূর্য অস্ত দিন
দলের জন্ম স্বদেশ স্বাধীন
শোধিতে মাতৃঋণ ।
মহান নেতার হাতে গড়া দল
দিয়েছে প্রমাণ তার
দেশের দলের অর্জন যত
মিলেমিশে একাকার ।
পিতার মতই পিতার কন্যা
ধরেছে দলের হাল
পিতার মতই সত্য সাহস
লেখা রবে চিরকাল ।
দুই হাত তুলে মোনাজাত করি
পরম করুণাময়
জননেত্রীরে দীর্ঘায়ু কর
দিও তারে সদা জয়।।
বুঝুন জ্ঞানের ঠ্যালা !!! [ ইয়াফেস ওসমানের কবিতা ]
![khaleda birth 75020150809073640 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 6 বুঝুন জ্ঞানের ঠ্যালা – স্থপতি ইয়াফেস ওসমান](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/khaleda_birth_75020150809073640-300x156.jpg)
বেগম জিয়ার শাসন কালে
দেশ পেছাল বহুত দিন
সাবমেরিন ক্যাবলকে ভয়
ভাবল বুঝি সাবমেরিন।
বুঝুন এবার জ্ঞানের ঠ্যালা
ম্যাট্রিকে যার আভাষ পাই
অঙ্ক এবং উর্দু ছাড়া
বাদ বাকিদের খবর নাই।।
জন্মেছ তাই দেশের জন্ম [ ইয়াফেস ওসমানের কবিতা ]
জন্মেছ তাই দেশের জন্ম
গৌরব অমলিন
অবনত মাথা চরণে তোমার
জাতির অনেক ঋণ
![bongobondhu 2015 08 02 02b স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 7 জন্মেছ তাই দেশের জন্ম - স্থপতি ইয়াফেস ওসমান | Bangabandhu Sheikh Mujibur Rahman](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/bongobondhu-2015-08-02-02b-300x239.png)
তোমারি কারণে জজ জেনারেল
হয়েছি মন্ত্রী নেতা
ভুলে যদি যায়
পাপের অঙ্কে পূর্ণ হইবে পাতা
তোমারি কন্যা প্রধানমন্ত্রী
ধরেছে দেশের হাল
পিতার মতই সত্য সাহস
লেখা রবে চিরকাল
যতদিন রবে বাংলার মাটি
পাখিরা গাহিবে গান
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।
করিব শপথ দলের পতাকা
একসাথে সবে ধরি
পিছুটান ভয় যেন করি জয়
পিতারে স্মরণ করি ।।
জয়তু জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা [ ইয়াফেস ওসমানের কবিতা ]
জাতির পিতার যোগ্য কন্যা
ধরেছে দেশের হাল
পিতার মতই সত্য সাহস
লেখা রবে চিরকাল।
![11425063 852644311457790 5721484105359732966 o 1 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 8 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা | জয়তু জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/11425063_852644311457790_5721484105359732966_o-1-300x157.jpg)
করিব শপথ দেশের পতাকা
একসাথে সবে ধরি
পিছুটান ভয় যেন করি জয়
পিতারে স্মরণ করি।
বিজয়ের দিনে মোনাজাত করি
পরম করুনাময়
জননেত্রীরে দীর্ঘায়ু কর
সদা তারে দিও জয়।।
নাটক ’রাজা লক্ষণ সেন’ [ ইয়াফেস ওসমানের কবিতা ]
ভুলেই গেছেন ডাক্তার সাব
রেল লাইনের গেট
ম্যাডাম বলে আবার দৌড়
বাড়িয়ে নিতে রেট।
![Khaleda b chowdury 1428257641 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 9 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা | খালেদা – বি. চৌধুরীর বৈঠক](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/Khaleda_b_chowdury-1428257641-300x177.jpg)
বিকল্পধারার রাজনীতিটা
বৃদ্ধকালে দৌড়
নাটক ’রাজা লক্ষণ সেন’
রাজত্বটা গৌড়।।
প্রেক্ষাপট:
খালেদা – বি. চৌধুরীর বৈঠক
আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদন: আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
– প্রথম আলো, ৭ মার্চ, ২০১৪ইং
তারেক স্বাধীনতার প্রতীক [ ইয়াফেস ওসমানের কবিতা ]
“শিবির আর ছাত্রদল
মায়ের পেটের ভাই” (তারেক জিয়া)
তাইতো তারে স্বাধীনতার
প্রতীক বলা যায়।
![784 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 10 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা - ২ | তারেক স্বাধীনতার প্রতীক –ফখরুল](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/784-300x166.png)
গর্জন সিং, সিং হারিয়ে
এখন বাচুর দলে
পদ হারানোর ভয়ে এমন
উল্টো বলা চলে।।
প্রেক্ষাপট:
তারেক স্বাধীনতার প্রতীক
–ফখরুল
ইত্তেফাক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে এমন আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে সরকার জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হয়। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।
–দৈনিক ইত্তেফাক, ৮ মার্চ, ২০১৪ইং
নতুন করে ফাঁকা ফায়ার [ ইয়াফেস ওসমানের কবিতা ]
ভারাক্রান্ত মহাসচিব
করছে আবার গর্জন
বলছে মানুষ দু’কুল খেল
নির্বাচন বর্জন।
![05 05 15 Mirza Fakhrul Islam Alamgir BSMMU 4 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 11 সরকার পায়ের নিচে মাটি না পেয়ে হুঙ্কার দিচ্ছে - ফখরুল](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/05-05-15-Mirza-Fakhrul-Islam-Alamgir_BSMMU-4-300x213.jpg)
নতুন করে ফাঁকা ফায়ার
শুনছি আবার গর্জন
কর্মী-নেতার মন ভুলিয়ে
আস্থাটা চাই অর্জন।।
প্রেক্ষাপট:
সরকার পায়ের নিচে মাটি না পেয়ে হুঙ্কার দিচ্ছে
—- ফখরুল
নিজস্ব বার্তা পরিবেশক: সরকারের পায়ের নিচে মাটি না পেয়ে হুঙ্কার দিচ্ছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিহাস সাক্ষী, নির্যাতন আর জবরদস্তি করে কোন স্বৈরাচারের ক্ষমতা চিরস্থায়ী হয় না। তিনি রাজনৈতিক দলগুলোর ওপর সভা-সমিতিসহ মৌলিক অধিকারে হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে ভাষানী স্মৃতি সংসদ আয়োজিত “ভাষা আন্দোলন ও মওলানা ভাষানী” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ -১৪ ফেব্রুয়ারি, ২০১৪
নয়কো পুতুল খেলা [ ইয়াফেস ওসমানের কবিতা ]
টেলিফোনেও শুনল মানুষ
কথায় কত বিষ
গোলাপিরে গোলাপি
ট্রেন করেছিস মিস।
পাঁচই মে’র নির্বাচন
বুঝুন গাঁজায় ঠ্যালা
রাজনীতিটা নয়তো সহজ
নয়কো পুতুল খেলা।।
প্রেক্ষাপট:
মানুষের শান্তির জন্য যত দরকার কঠোর হব
অভয়নগরে জনসভায় প্রধানমন্ত্রী
রাজীব নুর, মনির ইসলাম ও মাসুদ আলম, অভয়নগর (যশোর) থেকে: প্রধানমন্ত্রী বলেন ’বিএনপির নেতাকে একটা কথাই বলব, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না। বিচার চলতে থাকবে, বিচারের রায় কার্যকর করা হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ’তিনি আমাদের (গোপালগঞ্জবাসী) গোপালী বলে গালি দেন। এখন যদি আমি বলি, গোলাপি রে গোলাপি, ট্রেন তো মিস করলি! তাহলে উনি কি বলবেন?’
প্রথম আলো-২৪ জানুয়ারি, ২০১৪
গোলাপী লোকাল ট্রেনে [ ইয়াফেস ওসমানের কবিতা ]
ভেবেছিলেন মানুষ মেরে
মাঠ করবেন গরম
নির্বাচন হয়েই গেল
কোথায় গেল সরম!
![khalada Zia 2015 08 17z স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 12 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা – ৮ | উপজেলা নির্বাচনে ভিন্ন ব্যানারে লড়বে বিএনপি ও জামায়াত](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/khalada_Zia_2015-08-17z-300x157.png)
সাজতে গুজতে সময় গেল
কাজ করেনা ব্রেনে
এক্সপেসটা মিস করেছেন
গোলাপী লোকাল ট্রেনে।।
প্রেক্ষাপট:
উপজেলা নির্বাচনে ভিন্ন ব্যানারে লড়বে বিএনপি ও জামায়াত
যুগান্তর রিপোর্ট: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করলেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সব দল অংশ নেবে। এমনকি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও প্রার্থী হবেন। বিরোধী জোটের নেতাকর্মীরা দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন না। এর পরিবর্তে ‘নাগরিক সমাজ’, ‘সুশীল সমাজ’, ‘নাগরিক উন্নয়ন ফোরাম’সহ বিভিন্ন ব্যানারের আড়ালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
(দৈনিক যুগান্তর, ২৪ জানুয়ারি, ২০১৪ইং)
আমি এখন ৯৬ ভাগ মানুষের নেত্রী [ ইয়াফেস ওসমানের কবিতা ]
আগে ছিলাম তিরিশ মাত্র
এখন হলাম সবার
সব হারিয়ে বিবৃতিটা
এক কথাতেই কাভার।
![Khaleda Zia 141 1 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 13 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা – ৭ | ‘আমি এখন ৯৬ ভাগ মানুষের নেত্রী’ - খালেদা জিয়া](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/Khaleda-Zia-141-1-300x158.jpg)
ভুলের যখন চলছে সময়
এমন কথাই সাজে
দিচ্ছে প্রমাণ মিল নেই যার
কথায় এবং কাজে।।
প্রেক্ষাপট:
এ সরকারের আয়ু এক বছরও হবে না: খালেদা জিয়া
‘আমি এখন ৯৬ ভাগ মানুষের নেত্রী’
ইত্তেফাক রিপোটং: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমি মোটেই হতাশ নই। আন্দোলনে আমাদের বিজয় হয়েছে। ভোটাররা আমাদের আহবানে ভোট কেন্দ্রে যায়নি। শতকরা ৫ ভাগ লোকও ভোট দেয়নি। আমি দেশের ৯৬ ভাগ মানুষের নেত্রী হয়েছি। এটাই বড় সার্থকতা।
দৈনিক ইত্তেফাক: ২৩ জানুয়ারি, ২০১৪ইং
গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে [ ইয়াফেস ওসমানের কবিতা ]
পায়ের ব্যথা উঠল মাথায়
বদলে দেবে নাম
জন্ম যেথায় জাতির পিতার
তাও নিয়ে বদনাম।
![52bb19bc64f10 Untitled 1 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা [Poetries of Architect Yeafesh Osman ] 14 স্থপতি ইয়াফেস ওসমানের কবিতা – ৬ | গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে - খালেদা জিয়া](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/52bb19bc64f10-Untitled-1-300x225.jpg)
পারলে পরে বদলাবে নাম
স্বয়ং দেশের বেলা
দালালীটাও পাকিস্তানী
ইয়াহিয়ার চ্যালা।।
প্রেক্ষাপট:
অবরুদ্ধ খালেদা জিয়া বললেন
গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে
নিজস্ব প্রতিবেদক: গুলশানে নিজের বাসভবনের সামনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে না পেরে ক্ষুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেছেন, এটা তো ঠিক নয় যে, আমাকে বাড়ি থেকে বের হতে দেবেন না। আপনাদের যে অফিসার ছিল, সে গেল কোথায়? তার সাঙ্গেই তো আমি কথা বলতে চেয়েছি। কেন আমার পথ আটকিয়েছে? কেন সে আসছে না এখন সামনে? দেশ কোথায়? গোপালী? এরা সবাই গোপালী। গোপালগঞ্জের নামই বদলে যাবে। এই নামই থাকবে না।
বাংলাদেশ প্রতিদিন-৩০ ডিসেম্বর, ২০১৩
ইয়াফেস ওসমান সম্পর্কে জানুন:
- উইকিপিডিয়া – ইয়াফেস ওসমান
আরও দেখুন “প্রিয় কবিতা সংগ্রহশালা [ সূচি ]“