ঋতু ভিত্তিক গান (ঋতুগান) এর সূচি

ঋতু ভিত্তিক গান (ঋতুগান) এর সূচি !!!

“ঋ” বর্ণটির ব্যাবহার আজ শুধু এসে দাঁড়িয়েছে ব্যাংক এর আজ আমাদের জীবনে ঋণের ক্ষেত্রে।

ঋতু ভিত্তিক গান (ঋতুগান) এর সূচি
ঋতু ভিত্তিক গান

আজ ঋষি নাই, ঋতুর সম্পূর্ণ বৈচিত্র্যময় রূপও আর নেই। খাতা কলমে আজও রয়েছে – ঋতু বা মৌসুম বছরের একটি খণ্ডবিশেষ যা নির্দিষ্ট সার্বজনীন কোন সূত্রের ভিত্তিতে স্থির করা হয়। সচরাচর স্থানীয় আবহাওয়ার ওপর ভিত্তি করে বৎসরের ঋতু বিভাজন করা হয়। বিশ্বের অধিকাংশ দেশে বসন্ত, গ্রীষ্ম, হেমন্ত ও শীত- এই চারটি প্রধান ঋতু দেখা যায়।

তারপরেও যতটুকু আছে, তার পূর্ণ অনুভব করা সঙ্গীত ছাড়া সম্ভব নয়। তাই একটা তালিকা করার চেষ্টা শুরু করলাম।

নিচের ঋতু ভিত্তিক গান (ঋতুগান) এর একটা আর্টিকেল তালিকা দেয়া হল:

 

ঋতু ভিত্তিক গান ছাড়াও অন্যান্য আর্টিকেল পড়ুন:

ঘোষনা:

শিল্পীদের নাম উল্লেখের ক্ষেত্রে আগে জ্যৈষ্ঠ-কনিষ্ঠ বা অন্য কোন ধরনের ক্রম অনুসরণ করা হয়নি। শিল্পীদের সেরা রেকর্ডটি নয়, বরং ইউটিউবে যেটি খুঁজে পাওয়া গেছে সেই ট্রাকটি যুক্ত করা হল। লেখায় উল্লেখিত বিভিন্ন তথ্য উপাত্ত যেসব সোর্স থেকে সংগৃহীত সেগুলোর রেফারেন্স ব্লগের বিভিন্ন যায়গায় দেয়া আছে। শোনার/পড়ার সোর্সের কারণে তথ্যের কিছু ভিন্নতা থাকতে পারে। আর টাইপ করার ভুল হয়ত কিছু আছে। পাঠক এসব বিষয়ে উল্লেখে করে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।

*** এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান ……। আবারো আসার আমন্ত্রণ রইলো।

Leave a Comment