প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে হে বলাকা ..

গীতিকার : হীরেন বসু
সুর : অনুপম ঘটক
কণ্ঠ : হেমন্ত মুখোপাধ্যায়
সাল: ১৯৪৮

প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে হে বলাকা ..

 

প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে, হে বলাকা
সুদূর দিগন্ত হ’তে, ফেলে দাও একখানি সাদা ঝরা পাখা।

শত কাঙ্ক্ষিত দিন গেছে যাপিয়া,
শত শতদল দলে, লিপি লিখিয়া (২)
পথের ধূলায় মিছে দেছি ফেলিয়া,
সে শুধু ধুলায় র’লো আঁকা – হে বলাকা ।।
প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে, হে বলাকা।

পদ্বপত্রে নখ-রেখা, পত্র লেখার ছলে,
আমারই বেদনা হায় লিখি, লিখি কুতুহলে, পত্র লেখার ছলে।
সে শুধু নখররাঘাত হৃদয় কমলে (২)
বেদনায় ম্লান হয়ে থাকা- হে বলাকা ।
প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে, হে বলাকা।

তব অভিসার-পথে মেঘ বাহিয়া,
হয়তো রহিবে প্রিয়া পথ চাহিয়া (২)
বিরহী…. বিরহী… বিরহী বুঝিবে তুমি বিরহিনী হিয়া।
কাজল নয়নে তার সরসী রাখা, হে বলাকা।

 

https://www.youtube.com/watch?v=97tkrBMMntw