বাংলাদেশের আওয়ামীলীগের খুব সামান্য কর্মী ছিলেন আমার বাবা মোহাম্মদ আবুবকর। তার এবং তার তিন ঘনিষ্ঠ সহকর্মীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে, জননেতা আব্দুর রাজ্জাক বিবৃতি দিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন। আমার পরিবার তার ঋণ কোনদিন ভুলবে না। তার মৃত্যুবার্ষিকীতে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি।
