যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হচ্ছেন। তার প্রচারণায় কংগ্রেসের জয়েন্ট ইকোনোমিক কমিটির সদস্য ক্যারলিন মেলনি বলেন:
“নারী ক্ষমতায়নের যে উদাহরণ বাংলাদেশ সৃষ্টি করেছে তা আমরাও করতে চাই।
বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের স্পিকারই শুধু নন, বড় একটি রাজনৈতিক দলের নেতাও মহিলা। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি আজ বিশ্বজুড়ে।
২০০৮ সালের নির্বাচনে প্রথম আফ্রিকান-আমেরিকানকে প্রেসিডেন্ট নির্বাচিত করে আমরা ডেমক্র্যাটরা নতুন ইতিহাস রচনা করেছি। এবার হিলারি ক্লিন্টনকে জয়ী করে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট এনে আরেকটি ইতিহাস সৃষ্টি করতে চাই।”
সন্ত্রাস নির্মূলেও বাংলাদেশের ভূমিকা এখন সব জায়গায় প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
খবরটা পড়ে আনন্দ হলেও দুঃখ হচ্ছে বর্তমানে ৯১ বছরের বুড়ো হেনরি কিসিঞ্জারের জন্য। কিসিঞ্জারের সেই ‘তলাবিহীন ঝুড়ি’ নাম দেয়া বাংলাদেশ, যে নজির স্থাপন করেছে, সেই পথে হাঁটতে চায় তাঁর দেশ – ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা!!!