মানিক তোমাকে অভিনন্দন !
আমাদের পেশা পরামর্শ সভার “তথ্য প্রযুক্তি অপরিহার্য দক্ষতা” ফ্রি কোর্সটি শেষে “মানিক শেখ” Nr Software Technology তে চাকরি পেয়েছে।
ওর বাড়ি খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের বুজরুক মির্জাপুর গ্রামে। পিতা জনাব মো: শহিদুল ইসলাম।

কুমারখালী-খোকসায় মানিকের মতো বহু ছেলেমেয়ে কর্মহীন রয়েছে। খুব কম বেতনের হলেও একটি চাকরির জন্য মাসের পর মাস ঘুরছে। আবার ওর মতো অনেকেই দৃঢ় মনোবল আর পরিশ্রম দিয়ে, আমাদের সামান্য সাহায্য কাজে লাগিয়ে নিজের জীবন বদলাচ্ছে।
আমি আশা করি তারা আরও পেশাদারী দক্ষতা অর্জন করবে, সামনে আগাবে। পাশাপাশি প্রতিজন রুচিশীল ও মানবিক নাগরিক হবে।
এই গল্পগুলো আমাদের কাজটি করে যাবার সাহস দেয়, অনুপ্রেরণা দেয়।
আমরা বিশ্বাস করি, শত বাধা বিপত্তির মধ্যেই আমাদের ছেলেমেয়েরা – শিক্ষিত, দক্ষ, কর্মঠ, রুচিশীল ও মানবিক হয়ে গড়ে উঠবে।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
মানিক তোমাকে অভিনন্দন | পেশা পরামর্শ সভা’র ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সফলতা
আরও পড়ুন: