সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার চাই, ইসলামের সাথে এর কোন বিরোধ নাই
মাননীয় প্রধানমন্ত্রী,
আমার একমাত্র সন্তান ছেলে।
আর আমরা ৪ বোন, ২ ভাই।
জমির বর্তমান বণ্টনব্যবস্থা যদি বহাল থাকলে আমার ব্যাক্তিগত লাভ সবচেয়ে বেশি।
তার পরেও আমি আপনার জমি বন্টন আইন পরিবর্তনের প্রস্তাবকে মনেপ্রাণে সমর্থন করি। আপনি পরিবর্তন করুন। আমরা সাথে আছি।
আমিও চাই এদেশের মেয়েরা বাবার সম্পত্তির ভাগ ছেলেদের সমান পাবে। বাবার অর্জিত সম্পত্তি ছেলে সন্তান না থাকলেও মেয়ে ও স্ত্রীর মধ্যে পুরাটা ভাগ হবে।
আর আপনি ধর্মের নামে বিরোধিতা করা লোকেদের ছুটিতে থাকতে বলেন। কারণ এদের গুলিয়ে খাওয়ালেই এরা মানবে না যে “যে যুগে যা ন্যায্য, তাই শরিয়া“। এরা শরিয়া পরিবর্তনের কথায় হজরত উমর বীন খাত্তাব (র) এর চেয়ে বড় কোরান বোঝাওয়ালা সাজবে।
এদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ছাড় দেয়ার কোন অর্থ নেই, কারণ “ইসলাম মানে ইনসাফ” এই সত্যটি যারা মানে না, তারা আর যাই হোক মুসলমান না। ধর্ম যাদের ব্যবসা নয়, এমন সব আলেম আপনাকে সমর্থন দেবে।
এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, আইনটা ইউনিফর্ম হওয়া দরকার, সব ধর্মের মানুষের জন্য।
বাংলাদেশের নারীদের সব খাতে অনেক এগিয়ে দিয়েছেন আপনি। এই কাজটুকু আপনার হাত দিয়েই হোক।
[ সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার চাই, ইসলামের সাথে এর কোন বিরোধ নাই ]
#WomenEmpowerment #SuccessionLawReform
আরও পড়ুন: