বিএনপির গ্রেপ্তারকৃত বিএনপি নেতা রিজভী আহমেদের ডায়েরি পাওয়া গেছেঃ
ভোরে রিজভী আহমেদকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটকের সময় তার টেবিলে ওই চিরকুট পাওয়া যায়। ডায়েরীটির শিরোনাম ” দলীয় কর্মসুচী ”
ওই ডায়েরীর তারিখ সম্বলিত একটি পৃষ্ঠায় ছোটো ছোটো বাক্যে নানা কিছু লিখেছেন রিজভী আহমেদ।
” ঢাকা ও আশেপাশের এলাকায় শিবিরের অংশগ্রহণ ও আরো জোরদার এ্যাকশনে যেতে হবে”
ডান পাশের ওপরের কোনায় একটি জায়গায় রিজভী আহমেদ লিখেন,
‘রাস্তায় কোনো মুভমেন্ট নেই’।
এর নীচেই এই বিএনপি নেতা লিখেন,
‘সাধারণ মানুষকে জিম্মি করবেন’।
চিরকুটে আন্দোলন পরিস্থিতি, বিভিন্ন স্থানে সংঘর্ষে কয়জন সরকার দলীয় লোক মারা গেছে তা উল্লেখ আছে ৷
” স্থানীয় নেতৃত্বদানকারী আওয়ামী সংগঠনের নেতাদের নজরদারি ও চিহৃত করতে হবে ”
এই নীলনকশা কখনো বাংলার মাটিতে কখনো বাস্তবায়ন করতে দিবনা ইনশাল্লাহ ৷
পাক হায়েনা বিএনপি জামাত সন্ত্রাসীদের আমরা ঐক্যবদ্ধভাবে ৭১ মত ঘায়েল করে পুনঃবিজয় লাভ করব ইনশাআল্লাহ ৷
জয়বাংলা , জয় বঙ্গবন্ধু