
আমাদের “পেশা পরামর্শ সভা”র “ফ্রি দর্জী প্রশিক্ষণ” এর আওতায় প্রশিক্ষিত মা-বোনদের কাজের সুবিধার জন্য তৈরি করা হয়েছে “শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র ”। কুমারখালী-খোকসা উপজেলার প্রান্তিক গ্রামগুলোতে এসব কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পেশা পরামর্শ সভার ফ্রি সেলাই প্রশিক্ষণ শেষে প্রতিটি ব্যাচের জন্য ১টি করে কমিউনিটি সেলাই কেন্দ্র স্থাপন করা হচ্ছে। একটি কেন্দ্রে ২ থেকে ৪ টি সেলাই মেশিন দেয়া হয়েছে। উক্ত কেন্দ্রে পেশা পরামর্শ সভার আওতায় প্রশিক্ষিত যেকোন মহিলা নিজেদের যেকোন সময় এসে মেশিনগুলো ব্যবহার করে তার প্রয়োজনীয় কাজগুলো বিনা পয়সায় করে যেতে পারেন। এসব কেন্দ্রে সেলাই-কর্ম করে অনেক মা-বোন ইতোমধ্যে নিজেদের মেশিন ক্রয় করে নিয়েছেন।
প্রতিষ্ঠাকাল | প্রতিষ্ঠান সংখ্যা | সুবিধাভোগীর সংখ্যা | বর্তমান অবস্থা |
২০১৮ | ২১ টি | ১৪০০ জন | চলমান |
আর্থিক যোগান | সরকারি অনুদান | অন্য প্রাতিষ্ঠানিক সহযোগীতা | প্রতিষ্ঠা চলমান |
নিজস্ব | নেয়া হয়নি | মে মাসে রোটারি ক্লাব যুক্ত হয়েছে | ১৫ টি |
