Site icon সুফি ফারুক ইবনে আবুবকর

ইতিহাসের এই দিনে : ৭ মে

ইতিহাসের এই দিনে : ৭ মে

ইতিহাসের এই দিনে : ৭ মে

 

 

১৭১১ : দার্শনিক ও ইতিহাসকার ডেভিড হিউমের জন্ম।

১৭৭০ : ইংলিশ কবি উইলিয়াম ওয়ার্ডওয়ার্থের জন্ম।

১৮০৮ : স্পেনের জনগণ, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।

১৮১২ : ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের জন্ম।

১৮৩২ : গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়।

১৮৪০ : রুশ সঙ্গীতস্রষ্টা পিওৎর চাইকোভস্কির জন্ম।

১৮৬১ : বিশিষ্ট আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহরুর জন্ম।

১৮৬১ : ( মতান্তরে ) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহন করেন।

১৮৬৮ : সাহিত্যে নোবেলজয়ী (১৯২৪) পোলিশ কথাসাহিত্যিক ভাদিস্লাভ স্ট্যানিশস্লাভ রেইমন্টের জন্ম।

১৮৮১ : রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়ামস পিয়ারসনের জন্ম।

১৮৮৮ : বৃটেন, আফ্রিকার দেশ বর্তমান জিম্বাবুয়েতে আগ্রাসন চালায়।

১৮৮৯ : নোবেল বিজয়ী লেখক গ্যাব্রিলা মিস্ত্রালের জন্ম।

১৮৯২ : যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপ্রধান মার্শাল টিটোর জন্ম।

১৯০৯ : হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী এর মৃত্যু।

১৯১৫ : প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় ‘লুসিতানিয়া’ জাহাজ ডুবিয়ে দেয়।

১৯২৩ : অমৃতরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

১৯২৭ : লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।

১৯৩১ : বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীর এর জন্ম।

১৯৪১ : নৃÑতাত্ত্বিক স্যার জেমস ফ্রেজারের মৃত্যু।

১৯৪৫ : মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৪৮ : জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।

১৯৫৪ : দিয়েন বিয়েন ফু-র পতনের সঙ্গে সঙ্গে ভিয়েতনাম ফরাসি শাসনের কবল থেকে মুক্ত হয়।

১৯৭১ : রণদাপ্রসাদ সাহা , বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর এর মৃত্যু।

১৯৭৬ : সাবেক ব্রিটিশ মন্ত্রী জন স্টন হাউস লেবার পার্টি থেকে পদত্যাগ করেন।

১৯৭৮ : প্রেসিডেন্ট জিমি কার্টার পরমাণু বোমার উন্নয়ন বাতিল করেন।

১৯৮৫ : সোভিয়েত নেতা গর্বাচেভ মধ্যম মাত্রার মিসাইল উন্নয়নের ঘোষণা দেন।

১৯৯৩ : সঙ্গীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা অজিতকৃষ্ণ বসুর মৃত্যু।

১৯৯৪ : ধ্রুপদী শিল্পী ওস্তাদ জহিরউদ্দীন ডাগরের মৃত্যু।

২০০৫ : কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের প্রতিরূপ বা রোপ্লিকা বিশ্বভারতীর কাছে হস্তান্তর করা হয়।

 

 

আরও দেখুন:

Exit mobile version