শুভ অবসর কুমার সাঙ্গাকারা [ Happy Retirement Kumar Sangakkara ]

কুমার সাঙ্গাকারা : ক্রিকেটের তিন সংস্কারে শ্রীলঙ্কান গ্রেট ক্রিকেটার কুমার চোকশানাদা সাঙ্গাকারার তুলনা সে নিজেই। আজ পেশাদার ক্রিকেটকে বিদায় জানানো এই বামহাতি ব্যাটসম্যান -উইকেটকিপার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এবং ব্রায়ান লারা’র পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ১১টি ডাবল টেস্ট সেঞ্চুরি করেছেন।

শুভ অবসর কুমার সাঙ্গাকারা [ Happy Retirement Kumar Sangakkara ]
শুভ অবসর কুমার সাঙ্গাকারা [ Happy Retirement Kumar Sangakkara ]
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুমারী সাঙ্গাকারা এবং শ্রীলঙ্কার অন্যতম খ্যাতিমান আইনজীবী চোকশানাদা সাঙ্গাকারার সন্তান ‘সাঙ্গা’র প্রথম পছন্দ কিন্তু ক্রিকেট ছিল না; ছিল টেনিস। বড়বোন সারাঙ্গা ছিলেন শ্রীলঙ্কার টেনিস চ্যাম্পিয়ন। তাই তাঁর প্রথম আগ্রহ ছিল টেনিসে। বোনের পদাঙ্ক অনুসারে তিনিও হয়ে ছিলেন টেনিসে ন্যাশনাল চ্যাম্পিয়ন। কিন্তু এই শ্রীলঙ্কার সিংহের জন্য অপেক্ষা করছিল অন্য কিছু। স্কুলের অধ্যক্ষ সাঙ্গাকারার ক্রিকেটের নৈপুণ্য দেখে তাঁর মাকে পরামর্শ দেন যেন তিনি ক্রিকেটে মনোনিবেশ ঘটান। তাপরে তো ইতিহাস।

বিশ্ব ক্রিকেটে এক কিংবদন্তির হয়ে আজ তুলে রাখলেন ব্যাট-প্যাড-কিপিং গ্লাভস।

শুভ অবসর কুমার সাঙ্গাকারা [ Happy Retirement Kumar Sangakkara ]

Happy Retirement Kumar Sangakkara
#ThankYouSanga

আরও পড়ুন:

ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ

Leave a Comment