খোকসা উপজেলা

খোকসা উপজেলা বাংলাদেশের, খুলনা বিভাগের, কুষ্টিয়া জেলার অন্তর্গত একটি উপজেলা।  খোকসার উত্তরে শৈলকূপা উপজেলা, পূর্বে পাংশা উপজেলা, দক্ষিণে পাবনা জেলা এবং পশ্চিমে কুষ্টিয়া সদর উপজেলা। খোকসার আয়তন ১১৫.৬০ বর্গ কিলোমিটার। জেলা সদর হতে দূরত্ব : সড়ক পথে ২৪ কি:মি:,রেলপথে ২২ কি:মি:। এই উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে ২ দি নদ/নদী (পদ্মা ও গড়াই)। খোকসা উপজেলায়

খোকসা উপজেলার জমির ম্যাপ
খোকসার জমির ম্যাপ

১১০ টি গ্রাম, ৮৫ টি মৌজা, ০৯ টি ইউনিয়ন, ০১ টি পৌরসভা। উপজেলাটির নির্বাচনী এলাকা ৭৮ কুষ্টিয়া। খোকসার পোস্টাল কোড : ৭০২০।

খোকসা উপজেলার নামকরণের ইতিহাস:

খোকসা নামের উৎপত্তি কোথা থেকে তার সঠিক কোন ইতিহাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যতদূর শোনা যায় খোকা শাহ নামের এক সাধকের নাম থেকে খোকসা নামের উৎপত্তি হয়েছে। আবার কারও কারও মতে খোকসা নামক গাছের থেকে খোকসা নামের উৎপত্তি। তবে এ এলাকা থেকে এ গাছ অনেক আগেই বিলুপ্ত হলেও বর্তমান রংপুর অঞ্চলের কিছু কিছু এলাকায় খোকসা নামক গাছ এখনও আছে বলে তথ্য পাওয়া গেছে।

খোকসা উপজেলার জনসংখ্যা ;

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যা ১,৩৪,০১১জন (এর মধ্যে পুরুষ= ৬৯,৬৮৬ জন, মহিলা= ৬৪,৩২৫ জন)। শিক্ষার হার ৫৬.৮৫%। মোট ভোটার সংখ্যা ৮৯৬৩৮ জন (এর মধ্যে পুরুষ ভোটার= ৪৫৮৩৭ জন, নারী ভোটার= ৪৩৮০১ জন)।

খোকসা উপজেলার অর্থনীতি:

প্রধানত কৃষি অর্থনীতি ছাড়াও তাত শিল্প, মৃৎ শিল্প, বয়ন শিল্প, এবং ছোট ও মাঝারি শিল্প-প্রতিষ্ঠান রয়েছে।

দর্শনীয় স্থান ও স্থাপনা :

  • খোকসা কালী পূজা মন্দির, খোকসা
  • ফুলবাড়িয়া পুরাতন মঠ, ফুলবাড়িয়া।
  • আলাউদ্দিন শেখ এর বাঁশ বাগান, জয়ন্তী হাজরা।
  • হেকি দেওয়ান ও বাগী দেওয়ান এর মাজার শরিফ, উথলী।
  • বিঃ মির্জাপুর মাছের হ্যাচারী।
  • হাওয়া ভবন খোকসা, ইছামতী নদী।

খোকসা উপজেলার প্রতিষ্ঠান :

পৌরসভা : ১ টি

ইউনিয়ন পরিষদ: ৯ টি

হাট-বাজার- ৩৪ টি

ব্যাংক এর শাখা- ০৬ টি

পোস্ট অফিস- ১ টি (সাব পোস্ট অফিস ৯ টি)

টেলিফোন এক্সচেঞ্জ- ১ টি

বেসরকারি এতিম খানা – ৪ টি

মসজিদ- ৪৭১ টি

মন্দির- ৬০ টি

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৪৭ টি

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়- ৩৯ টি

জুনিয়র উচ্চ বিদ্যালয়- ৪ টি

উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা- ১৬ টি

উচ্চ বিদ্যালয়(বালিকা)- ২ টি

দাখিল মাদ্রাসা- ৫ টি

আলিম মাদ্রাসা- ২ টি

ফাজিল মাদ্রাসা- ১ টি

কলেজ(সহপাঠ)- ৪ টি

কলেজ(বালিকা)- ১ টি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ১ টি

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র- ১৬ টি

ইউনিয়ন ভূমি অফিস- ৩ টি

পৌর ভূমি অফিস- ১ টি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র- ৩ টি

পরিবার পরিকল্পনা ক্লিনিক- নাই

এম.সি.এইচ. ইউনিট- ১ টি

বেসরকারী মৎস্য বীজ উৎপাদন খামার – ১ টি

উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র- ১ টি

কৃত্রিম প্রজনন কেন্দ্র- ১ টি (পয়েন্টের সংখ্যা- ০৮ টি)

উন্নত মুরগীর খামারের সংখ্যা- ৫৬ টি

গবাদির পশুর খামার- ২২ টি

ব্রয়লার মুরগীর খামার- ৫৬ টি

কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ- ২ টি

মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ- ১ টি

ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ- ৮ টি

বহুমুখী সমবায় সমিতি লিঃ- ১৫ টি

মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ- ২ টি

যুব সমবায় সমিতি লিঃ- ৩ টি

আশ্রয়ন/আবাসন বহুমুখী সমবায় সমিতি- ১ টি

কৃষক সমবায় সমিতি লিঃ- ১০০ টি

পুরুষ বিত্তহীন সমবায় সমিতি লিঃ- ৫৪ টি

মহিলা বিত্তহীন সমবায় সমিতি লিঃ- ১২৫ টি

আদর্শ গ্রাম বহুমূখী সমবায় সমিতি লিঃ- ২ টি

অন্যান্য সমবায় সমিতি লিঃ- ৪ টি

তাতী সমবায় সমিতি- ৮ টি

 

khoksa upazila road map খোকসা উপজেলা

 

খোকসা উপজেলার শিক্ষা :

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী শিক্ষার হার ৫৬.৮৫%।

 

খোকসা উপজেলার প্রাকৃতিক সম্পদ:

খোকসা উপজেলায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন প্রাকৃতিক সম্পদে আবৃস্কিৃত হয়নি । তবে নদী মাত্রিক এ উপজেলায় প্রাকৃতিক সম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। খোকসা উপজেলায় ২টি নদী রয়েছে। নদী ২টি হচ্ছে গড়াই নদী ও সিরাজপুর হাওর নদী।

  • খোকসা উপজেলার কৃষি:
  • খোকসা উপজেলার স্বাস্থ্য :
  • খোকসা উপজেলার যোগাযোগ:
  • খোকসা উপজেলার মৎস্য:
  • খোকসা উপজেলার প্রাণি:
  • খোকসা উপজেলার সমবায়:

 

খোকসা উপজেলার নির্বাচন ও রাজনীতি:

খোকসা নির্বাচনী আসন ৭৮-কুষ্টিয়া-৪ এর অন্তর্গত।

মোট ভোটার সংখ্যা ৮৯৬৩৮ জন (এর মধ্যে পুরুষ ভোটার= ৪৫৮৩৭ জন, নারী ভোটার= ৪৩৮০১ জন)।

সংসদ, উপজেলা নির্বাচনের পাশাপাশি রয়েছে ০৯ টি ইউনিয়ন, ০১ টি পৌরসভার নির্বাচন।

 

খোকসা উপজেলার গুরুত্বপূর্ণ লোকজন :

 

khoksa upazila map খোকসা উপজেলা

 

খোকসা উপজেলার ইউনিয়ন সমূহ [ Unions of Khoksa Upazila ] :

১ নং খোকসা ইউনিয়ন

২ নং ওসমানপুর ইউনিয়ন

৩ নং বেতবাড়ীয়া ইউনিয়ন

৪ নং জানিপুর ইউনিয়ন

৫ নং শিমুলিয়া ইউনিয়ন

৬ নং শোমসপুর ইউনিয়ন

৭ নং গোপগ্রাম ইউনিয়ন

৮ নং জয়ন্তিহাজরা ইউনিয়ন

৯ নং আমবাড়ীয়া ইউনিয়ন

 

আরও দেখুন:

Leave a Comment