নিজের ডিগ্রি বিষয়ে ধারনা । পেশা পরামর্শ সভা | ক্যারিয়ার গাইড

নিজের ডিগ্রি বিষয়ে ধারনা : আমাদের শিক্ষার্থীরা ভাবেন, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরই তারা চাকরির জন্য পূর্ণ প্রস্তুত প্রস্তুত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বেশিরভাগ বিদ্যাপীঠ শিক্ষার্থীদের চাকুরীর জন্য কারিগরি ভাবেই পূর্ণ প্রস্তুত করতে পারছেন না। তাছাড়া বিদ্যাপীঠের কাছে চাকরির জন্য পুরো প্রস্তুত করে দেবার প্রত্যাশা না থাকাটাই যৌক্তিক। কারণ এপ্লাইড/প্রাকটিক্যাল বিষয় ছাড়া, বিশ্ববিদ্যালয়/কলেজের মূল কাজে- শিখতে শিখিয়ে দেয়া, চাকরির জন্য তৈরি করে দেয়া নয়। এর পরেও তো রয়েয়ে অন্যান্য গ্রুমিং এর প্রয়োজনীয়তা। তাই নিজের ডিগ্রি সম্পর্কে খুব নাক উঁচু হবার বহু রকম বিড়ম্বনা হতে পারে।

মনে রাখবেন- ডিগ্রি আপনার কাজ পেতে সহায়তা করবে, ভবিষ্যৎ উন্নতিতেও সহায়তা করবে। কিন্তু ডিগ্রি আপনার কাজ নিশ্চিত করবে না। কারণ আপনার ডিগ্রি কোম্পানির ড্রয়ারে থাকলে সেটা আয়-বর্ধক হয় না। আয় হয় আপনার কাজ দিয়ে। তাই কাজ পাবার প্রধান শর্ত আপনার কাজ করার ক্ষমতা, ডিগ্রি নয়।

 

 

 

এডিট-এসএস

Comments are closed.