Site icon সুফি ফারুক ইবনে আবুবকর

রাগ বিলাসখানি টোড়ী । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

রাগ বিলাসখানি তোড়ি

রাগ বিলাসখানি তোড়ি

শ্রোতা সহায়িকা নোট সিরিজে আজকের রাগ – রাগ বিলাসখানি টোড়ী।  এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। আপডেট পেতে আবারো আসার আমন্ত্রণ রইলো।

এই রাগটি তান সেনের পুত্র বিলাস খানের আবিস্কার। ভৈরবীর সুরে তোড়ি। কথিত আছে যে তানসেন দেহ ত্যাগ করার পরে তার ব্যথায় ও সৃতিতেই এর রাগের রচনা করেছিলেন বিলাস খান। বিলাসখানি তোড়ি (আশাবরী ও তোড়ির মিশ্র রাগ)। কথিত আছে তানসেনের মৃতদেহের পাশে বসে বিলাস খান বাবার শেখানো শুদ্ধ ‘টোড়ি’ গাইতে চেষ্টা করেছিলেন! কিন্তু বাবার ভয়ে, বা অন্য কোন কারণে কুঁকড়ে ছিলেন সেই সময় ! ফলে, সুরের চলনে লাগল তাঁর নিজস্ব ছোঁয়া ! তৈরি হল নতুন রাগ ! নাম, তার ‘বিলাসখানি টোড়ি’।

 

রাগ বিলাসখানি টোড়ী

যদিও এই রাগ ভৈরবী ঠাটের কিন্তু রাগটি টোড়ি অঙ্গে গাওয়া হয়। এই জন্য এই রাগকে অনেকে টোড়ির ভিন্নতর প্রকরণ হিসেবে বিবেচনা করা হয়।

 

 

রাগ বিলাসখানি টোড়ীর কারিগরি বৈশিষ্ট:

আরোহণ: ‌স ঋ জ্ঞ প, দ র্স।
অবরোহণ : র্স ণধ প, দ মজ্ঞ রগর রস।
ঠাট : ভৈরবী।
জাতি : ঔড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : শুদ্ধ ধৈবত।
সমবাদী স্বর : কোমল গান্ধার।
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : দিনের প্রথম প্রহর।
পকড় : দম, জ্ঞঋ, জ্ঞঋ স।

অন্যমতে আরোহণে ঋষভ ও ধৈবত বর্জিত। এই মতে জাতি ঔড়ব-সম্পূর্ণ। বাদী মধ্যম ও সম্বাদী-ষড়্‌জ।

 

 

আধুনিক গানে রাগ বিলাসখানি টোড়ী:

১.

 

বান্দিশ:

কাহে করত মোসে ঝগড়া

 

সিরিজের বিভিন্ন ধরনের আর্টিকেল সূচি:

 

 

Declaimer:

শিল্পীদের নাম উল্লেখের ক্ষেত্রে আগে জ্যৈষ্ঠ-কনিষ্ঠ বা অন্য কোন ধরনের ক্রম অনুসরণ করা হয়নি। শিল্পীদের সেরা রেকর্ডটি নয়, বরং ইউটিউবে যেটি খুঁজে পাওয়া গেছে সেই ট্রাকটি যুক্ত করা হল। লেখায় উল্লেখিত বিভিন্ন তথ্য উপাত্ত যেসব সোর্স থেকে সংগৃহীত সেগুলোর রেফারেন্স ব্লগের বিভিন্ন যায়গায় দেয়া আছে। শোনার/পড়ার সোর্সের কারণে তথ্যের কিছু ভিন্নতা থাকতে পারে। আর টাইপ করার ভুল হয়ত কিছু আছে। পাঠক এসব বিষয়ে উল্লেখে করে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।

*** এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান ……। আবারো আসার আমন্ত্রণ রইলো।

Exit mobile version