Breaking News :

৬ মার্চ থেকে ঢাকায় ইনফোকম মেলা

দৈনিক প্রথম আলো >> কম্পিউটার প্রতিদিন >> তারিখ: ২৮-০২-২০১২

ঢাকায় আগামী ৬ মার্চ থেকে শুরু হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মেলা ‘ইনফোকম টেক বাংলাদেশ-২১০২’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় তিন দিনের এ মেলার আয়োজক আই-স্টেশন লিমিটেড। সহযোগী আয়োজক হিসেবে রয়েছে ভারতের বি ই এক্সপোজিশন লিমিটেড। এই মেলার প্রধান সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, ব্যাংকার্স সিটিও ফোরাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ, বিজনেস ইনোভেশন অ্যান্ড ইকিউবেশন সেন্টার ইত্যাদি। খবর বিজ্ঞপ্তির।

মেলায় টেলিযোগাযোগ, ব্রডব্যান্ড ও ইন্টারনেট, স্যাটেলাইট ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। নানা ধরনের প্রযুক্তিপণ্য ও সেবা দেখা যাবে এ মেলায়। মেলার আহ্বায়ক সুফি ফারুক ইবনে আবু বকর জানান, এ মেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক ও বাণিজ্যিক দিক নিয়ে তিনটি সেমিনারের আয়োজন করা হচ্ছে। মুঠোফোনের থ্রিজি প্রযুক্তি, ভবিষ্যৎ প্রজন্মের আইসিটি এবং আউটসোর্সিং হলো সেমিনারগুলোর বিষয়। আই-স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মধুসূদন সাহা বলেন, মেলায় বাংলাদেশসহ ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের ৭০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। বিস্তারিত: www.infocommbd.com

Read Previous

“সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপ” এবং “প্রযুক্তিতে কুষ্টিয়া” এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

Read Next

শেষ হল ২ দিনের তথ্য প্রযুক্তি আউটসোর্সিং কর্মশালা