গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ ও সুর : মান্না দে (জন্মনাম : প্রবোধ চন্দ্র দে): (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যুঃ ২৪ অক্টোবর, ২০১৩ )
বেশ তো, তাই হোক,
দেখা নয়, নাই হোক,
অমনি ফুরাবে সব মানি না তা মানি না।
যে মন, দিয়েছে
আর যে মন, দিয়েছে
কি করে ফেরাবে তাকে, জানি তা জানি না
বেশ তো, তাই হোক।
প্রেম চিরদিনই কাঁদিয়ে গেছে,
কেঁদেছে মানুষ তবু ভালতো বেসেছে (২)
চোখের আড়ালে, কাউকে হারালে
সেও যাবে চলে
তা মানি না, তা মানি না।
বেশ তো, তাই হোক।
নিয়তি সবার বড়, মানবনা তাই কিছুতেই,
প্রেমের চেয়েও বড়, এ জগতে আর কিছু নেই (২)
বহু সাধনাতে, পেয়েছি তাকে,
সে যে অনেক আঘাত সয়ে, বুক ভরে থাকে (২)
নিঠুর বিধাতা, দিক যত ব্যথা
এই শেষ কথা
তা মানি না, তা মানি না।
বেশ তো, তাই হোক,
দেখা নয়, নাই হোক।
অমনি ফুরাবে সব, মানি না তা, মানি না।
বেশ তো, তাই হোক।