দেশের প্রথম সামরিক নারী বৈমানিক, ফ্লাইট ল্যাফটেন্যান্ট নাইমা হক এবং ফ্লাইং অফিসার তামান্না-ই-লুতফি কে অভিনন্দন !!!
বিজয়ের মাসে এই আমাদের এই গর্বে গর্বিত করার জন্য তোমাদের দুজনকে অভিনন্দন। তোমাদের দুজনের দীর্ঘায়ু এবং দেশ সেবায় সর্বচ্চ আত্মনিয়োগ কামনা করি। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা !