এই মানুষে মানুষ আছে সবর্দা রসে খেলিছে সাঁতার ।
সেই রসরাজ করিছে বিরাজ শম্ভুরসের মাঝ করে দীপ্তকার ।।
রস না জেনে রসিক যারা
তারা ধরতে চায় অধরা
যায় না সে চাঁদ ধরা, মিছে শ্রম করা
দৃষ্টি হয় সেতারা গম্ভু বুঝা ভার ।।
নিরন্তর সাঁই খেলিছে রসে
চিনিতে বালিতে রয়েছে মিশে
হস্তী না পায় দিশে, তথা চেউটি এসে
বেওড়া করে সে যে সাধন পূবার্পর ।।
মহারসে মত্ত রসবিহারি
সেই নৌকায় সাঁই রসের কাণ্ডারি
যার হাতে রস মুরারী, মুখে রসেশ্বরী
লালন কয় প্রেম তারই অখণ্ড শিখর ।।