গুরুদুয়ারা বাংলা সাহেব

Guruduara Bangla Sahib Sufi Faruq Sharun Chowdhury 4 গুরুদুয়ারা বাংলা সাহেব
Visiting Gurudwara Bangla Sahib, Delhi

গতবার দিল্লিতে কাজের অবসরে মুঘল আমলে নির্মিত শিখ ধর্মাবলম্বীদের ধর্মশালা “গুরুদুয়ারা বাংলা সাহেব” দেখতে গিয়েছিলাম। দিল্লির দর্শনিয় যায়গার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এটি একটি। সাথে ছিল নাজমুল করিম চৌধুরী।

প্রতিটি ধর্মের আদর্শ, ধর্মাচার ও ধর্মাবলম্বীদের সম্পর্কে জানা আমার পুরনো আগ্রহের বিষয়। তাদের সাথে আমাদের সাদৃশ্য বা পার্থক্য বোঝার চেষ্টা করি।

গুরুদুয়ারার একটি দারুণ জিনিস হল “লঙ্গর”। যে কেউ গিয়ে খেতে বসে যেতে পারেন। ওরা জানতে চাইবে না তার জাত-ধর্ম। আর সে যত বেশিই খাক না কেন, ওরা হাসি মুখে খাওয়াতেই থাকবে।

 

Guruduara Bangla Sahib Sufi Faruq Sharun Chowdhury 3 গুরুদুয়ারা বাংলা সাহেব
Visiting Gurudwara Bangla Sahib, Delhi
Guruduara Bangla Sahib Sufi Faruq Sharun Chowdhury 1 গুরুদুয়ারা বাংলা সাহেব
Visiting Gurudwara Bangla Sahib, Delhi