Breaking News :

ICT Skill Essential – Syllebus

কোর্সের উদ্দেশ্য: যেকোন পেশার তথ্য প্রযুক্তনির্ভর কর্মক্ষেত্রে গিয়ে যেন একজন কর্মী তার নিত্য নৈমিত্তিক কাজগুলো ঠিকমতো করতে পারে।

 

 1. তথ্য প্রযুক্তির সাধারণ জ্ঞান। ১ টি ৬০ মিনিট এর ক্লাস-
  • এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা।
  • আইসিটি ডিভাইস গুলোর সাথে পরিচয় করানো। ডিভাইসগুলোর কাজ এবং পুরো সক্ষমতার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। যেসব ডিভাইসের সাথে পরিচয় বাধ্যতামুলক তা হলো- ডেস্কটপ কম্পিউটার সিপিইউ, সিডি/ডিভিডি ড্রাইভ, কিবোর্ড, মাউস, স্ক্যানার, মনিটর, প্রিন্টার, স্পিকার, ওয়েবক্যাম, ওয়াইফাই রাউটার, স্মার্ট ফোন ও ট্যাব।
  • বিভিন্ন ধরনের সংযোগের সাথে পরিচয় –USB, VGA, HDMI, Lan Port, Wi-Fi.
  • কম্পিউটার চালু করা এবং বন্ধ করা। ফাইল কাট, কপি, পেস্ট, ডিলিট, রিসাইকেল বিনের ব্যবহার।
  • গুগল ড্রাইভে প্রয়োজনীয় ডকুমেন্ট এর ব্যাকআপ ও সিংক(সমন্বয়)।
  • ডিভাইসের নিরাপত্তা।

 

 1. কম্পিউটারে লেখালেখি। ২ টি ৬০ মিনিট এর ক্লাস-
  • যেকোনো ওয়ার্ড প্রসেসর (রাইটার বা মাইক্রোসফট ওয়ার্ড) এ নতুন ডকুমেন্ট খুলে লেখা, সেভ করা, সেভ করা ফাইল খোলা।
  • নিয়ম অনুযায়ী টাইপিং শেখা (না দেখে দু’হাত দিয়ে)।
  • অভ্র সফটওয়্যার দিয়ে বাংলা লেখা।
  • কাট, কপি, পেস্ট আনডু, রিডু বিষয়গুলোর ব্যবহার।
  • পেজ নম্বর এর ব্যবহার। হেডার ফুটার ব্যবহার।
  • ওয়ার্ড প্রসেসর এ ডকুমেন্ট ফরমেট করা।
  • ডকুমেন্ট প্রিন্টের জন্য প্রস্ততি ও প্রিন্ট।

 

 1. এনড্রয়েড ডিভাইস (ফোন/প্যাড) ব্যবস্থাপনা। ১ টি ৬০ মিনিট এর ক্লাস-
  • এনড্রয়েড ডিভাইস রিসেট। গুগল একাউন্টের সাথে যুক্ত করা ও সিংক করা।
  • এ্যাপস ইন্সটল ও আনইন্সটল।
  • কনট্যাক্ট লিস্ট ও এ্যাডেস বুক ব্যবস্থাপনা। গুগল কন্ট্যাক্ট এর সাথে সিংক।
  • ডিভাইস ব্যাকআপ ও রিস্টোর (কন্টেন্ট সহ)।
  • মোবাইল ইন্টারনেট চালু/বন্ধ, প্যাকেজ কেনা। ওয়াইফাই এর সাথে সংযোগ।
  • মোবাইলে বাংলা লেখা।

 

 1. ইন্টারনেট ব্রাউজিং। ১ টি ৩০ মিনিট এর ক্লাস-
  • কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজার ব্যবহার। বিভিন্ন ধরনের ব্রাউজার পরিচিতি।
  • মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজিং ও বিভিন্ন ধরনের ব্রাউজার পরিচিতি।
  • ডাউনলোড ও ডাউনলোড ফাইল ব্যবস্থাপনা।
  • সুফি ফারুক এর ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সহায়তা ও খবর নিতে হবে।
  • বিভিন্ন সংবাদ ও প্রয়োজনীয় সাইট ব্রাউজিং। চাকরির সাইট ব্রাউজিং।

 

 1. ইন্টারনেটে সার্চ। ১ টি ৩০ মিনিট এর ক্লাস-
  • গুগলে বাংলায় ও ইংরেজি ভাষায় সার্চ।
  • ইমেজ সার্চ (চাঁদে দেখা ধরনের কুদরতি ছবি কিভাবে ভেরিফাই করবে)। ভিডিও, নিউজ ও ম্যাপ সার্চ।

 

 1. ইমেইল ব্যবস্থাপনা। ১ টি ৪০ মিনিট এর ক্লাস-
  • ইমেল একাউন্ট খোলা (গুগল)।
  • ইমেইল একাউন্টের সেটিং বোঝা।
  • ইমেইল লেখা ও পাঠানো। টু, সিসি, বিসিসির পার্থক্য বোঝা। এটাচমেন্ট বোঝা। রিপ্লাই, রিপ্লাই টু অল এবং ফরওয়ার্ড এর পার্থক্য বোঝা।
  • ইমেইলের এড্রেস বুকের ব্যবহার।
  • ইমেইলের নিরাপত্তা।
  • ইমেইল বিষয়ে সাধারণ ভদ্রতা (এটিকেট)।

 

 1. ক্যালেন্ডার ব্যবস্থাপনা। ১ টি ১৫ মিনিট এর ক্লাস-
  • গুগল ও আউটলুক ক্যালেন্ডারের পিসি ও মোবাইল ডিভাইস থেকে ব্যবহার।
  • নতুন ইভেন্ট বানানো, স্থান-কাল ও অংশগ্রহনকারী পরিবর্তন।

 

 1. সামাজিক নেটওয়ার্ক ব্যবস্থাপনা। ২ টি ৬০ মিনিট এর ক্লাস-
  • সামাজিক নেটওয়ার্কের প্রতিটি বিষয় কম্পিউটার ও মোবাইল ডিভাইস থেকে আলাদা করে শিখতে হবে।
  • ফেসবুকে একাউন্ট তৈরি ও একাউন্টের সেটিং সমুহ।
  • পাবলিক, ফ্রেন্ড ওনলি ও প্রাইভেট পোস্ট। স্ট্যাটাস, ছবি, এ্যালবাম, ভিডিও আপলোড। এ্যক্টিভিটি, চেকইন ও ট্যাগ করার সাধারণ জ্ঞান।
  • লাইক, কমেন্ট, শেয়ার।
  • গ্রুপ ও পাতা ব্যবস্থাপনা।
  • ফেসবুকে রিপোর্ট।
  • ফেসবুকে নিরাপত্তা।
  • লিংকড্ ইন এ নিজের একাউন্ট তৈরি, নিজের একটি পেশাদারি প্রোফাইল বানানো এবং ফেসবুকে যা করা হয়েছে সেগুলোই লিংকড্ইনে কিভাবে করতে হবে তা শেখা।
  • সামাজিক নেটওয়ার্কে ভদ্রতা।

 

ক্লাস সমন্বয় বিষয়ে দ্রষ্টব্য:

 •  এক দিনে ৬০ মিনিট এর বেশি  ক্লাস দেয়া যাবে না। তবে ৬০ মিনিট এর কম ক্লাস থাকলে দুটি মিলিয়ে ৬০ মিনিট এর মধ্যে একটি ক্লাস হিসেবে সমন্বয় করা যাবে।
 • এ কোর্সে সর্বমোট ৮টি ক্লাসের মধ্যে শেষ করতে হবে। এরপর একটি (৯ম ক্লাস) রিভিউ ক্লাস হবে যেখানে সিলেবাসে শেখানো প্রতিটি বিষয় আলোচিত হবে। প্রশিক্ষক সবার প্রশ্নের উত্তর দেবেন। এরপর ১০ম ক্লাসে হবে পরীক্ষা ও শিক্ষার্থী ফিডব্যাক।

শিক্ষার্থী নেবার বিষয়ে শর্ত:

 • প্রতিজন শিক্ষার্থীকে ফরম ফিলআপ করে, ছবি, নিজের মোবাইল ও অভিভাবক এর সঠিক মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

 

কোর্স ফিস বিষয়ে শর্ত:

 • এই কোর্সটি শিক্ষার্থীদের জন্য ১০০% ফ্রি। এর মানে এই কোর্সে কোন ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। ল্যাব, প্রশিক্ষক ও অন্যন্য খরচ সুফি ফারুক নিজে বা তার প্রতিষ্ঠান (সুফি ওয়েলফেয়াল ফাউন্ডেশন, গুরুকুল ইত্যাদির মাধ্যমে) নির্বাহ করবেন।
Read Previous

Today is the Birthday of Sheikh Russel

Read Next

Those who are successful from our Initiative