Breaking News :

খোকসা উপজেলা

স্বীকার করতে লজ্জা নেই যে খোকসাতে আমার খুব একটা যাতায় ছিল না। শুধুমাত্র পারিবারিক রাজনীতির কারণেই খোকসা যাওয়া হয়েছে বেশি। মেলা চাড়া কোন ধরনের বিনোদন, লেখাপড়া বা আর্থিক কারণে খোকসার সাথে সম্পৃক্ততা তৈরির সম্ভাবনা ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে দারুণ অনেক বন্ধু জুটে গেছে। তাদের টানে যাওয়া হয়েছে বারবার। আজ আমার কাছে খোকসা কুমারখালির মতোই।

 

 

 

 

 

এডিট- এসএস

Read Previous

প্রযুক্তিতে কুষ্টিয়া উদ্যোক্তা সমাবেশ

Read Next

হাট পরিক্রমা – শিলাইদহ বাজার