কুমারখালীর নির্মাণাধীন ইকো পার্কে সিসি ক্যামেরা উদ্বোধন করলাম।
পার্কে আগত সকলের জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছাসরূপ অংশগ্রহণ।
কুমারখালীতে বিনোদনের তেমন কোন যায়গা নেই। এই পার্কটি সেই অভাব কিছুটা হলেও মেটাবে। কুমারখালীতে অনেক সামর্থ্যবান মানুষ রয়েছেন। সবাইকে অনুরোধ করবো নিজের সামর্থ্য অনুযায়ী এই প্রকল্পটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুখে রাখতে শুধুমাত্র অর্থ-বিত্তই নয়, সঠিক শিক্ষা ও সুষ্ঠু বিনোদনের নিশ্চিত করার কোন বিকল্প নেই।

পৌর মেয়র জনাব শামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীনুজ্জামান, কমিশনার ফরিদ ভাই, বাবু মামা, রফিক, নাট্যকার লিটন আব্বাস ভাই, সাংবাদিক দিপু মালিক সহ সকল উদ্যোক্তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।