না, মন লাগে না
এ জীবনে কিছু যেন ভাল লাগেনা
এ নদীর দুই কিনারে দুই তরণী
যতই না বাই নাঙর বাঁধা কাছে যেতে তাই পারিনি
তুমিও
তুমিও ওপার থেকে হায় সরোনি
না মন লাগেনা
চোখে চোখে চেয়ে কাঁদা ভাল লাগেনা
আমি যে ক্লান্ত আজি শক্তি উধাও
কি হবে আর মিছি মিছি বেয়ে এই মিছে নাও
তুমিও
তুমিও ওপার থেকে যাও চলে যাও
লতা মঙ্গেশকর গাওয়া
সলিল চৌধুরী নিজে গেয়েছিলেন: