ইতিহাসের এই দিনে : ৩ মে

ইতিহাসের এই দিনে : ৩ মে

 

১৪৬৯ : ইতালিয়ান দার্শনিক নিকোলো ম্যাকিয়াভ্যালি জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানের একজন অন্যতম জনক।

১৪৯৪ : কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।

১৫১৫ : পর্তুগীজ নৌসেনারা ইরানের হরমুজ দ্বিপ দখল করে৷

১৭৬৫ : বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।

১৭৬৫ : ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।

১৭৮৮ : লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিত হয়।

১৮৩৭ : অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় গ্রীসে।

১৮৯২ : নোবেলজয়ী (১৯৩৭) ইংরেজ পদার্থবিদ জর্জ টমসনের জন্ম।

১৯০২ : ফ্রান্সের পদার্থবিদ, নোবেল বিজয়ী আলফ্রেড ক্যাস্টলারের জন্ম।

১৯২৯ : শহীদ জননী জাহানারা ইমামের জন্ম।

১৯৩৩ : স্টিভেন ভেইনবার্গ, একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এর জন্ম।

১৯৩৭ : মার্গারেট মিচেল তার “Gone with the Wind.” এর জন্য পুলিৎজার পুরুস্কার পান।

১৯৩৯ : সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।

১৯৫২ : লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী এর জন্ম।

১৯৬০ : অ্যান ফ্রাঙ্ক হাউস উদ্বোধন করা হয় আমস্ট্রাডামে।

১৯৬৮ : ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয় ৷

১৯৬৯ : ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হুসেনের ইন্তেকাল।

১৯৭৬ : বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচেছদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে ৷

১৯৭৯ : রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

১৯৮৩ : জিম্বাবুয়ের ক্রিকেটার স্টুয়ার্ড মাতসিকেনারি জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারে তিনি আটটি টেস্ট খেলেছেন।

১৯৮৮ : কবি ও কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের মৃত্যু।

১৯৯৯ : ইংলিশ উইকেটরক্ষক টমাস ইভান মৃত্যুবরণ করেন। ক্যারিয়ারে তিনি ৯১টি টেস্ট খেলেন।

২০০১ : যুক্তরাষ্ট্র প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ হারায়।

২০০২ : পাকিস্তান নিউজিল্যান্ডকে গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংস ও ৩২৪ রানে পরাজিত করে।

২০০৯ : ভারতের মারাঠি লেখক রাম শেখরের মৃত্যু।

 

আরও পড়ুন:

Leave a Comment