রাগ দীপক । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

শ্রোতা সহায়িকা নোট সিরিজে আজকের রাগ – রাগ হাম্বীর বা হামীর।  এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। আপডেট পেতে আবারো আসার আমন্ত্রণ রইলো।

SufiFaruq.com Logo 252x68 3 রাগ দীপক । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

দীপক রাগটি শোনার কাজ শুরু করা যেতে পারে মান্না দে’র – “প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন” গানটা দিয়ে।

দীপক একটি ছোট রাগ। কিন্তু এই রাগ নিয়ে অনেক অতিপ্রাকৃত গল্প আছে। দীপক রাগ গেয়ে/বাজিয়ে আগুন লাগাবার গল্প, ঘরের তাপমাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়ার গল্প।

এ রাগের নামের সাথে অনেক রকম সংস্কারও আছে। কোন একটি অজানা কারণে এই রাগটি খুব কম গাওয়া/বাজানো হয়। ওস্তাদ/পণ্ডিতরাও খোলামেলা ভাবে এই রাগটি শেখান না। কোন শিষ্যকে শেখালেও তার শেষ দিকে দিকে গিয়ে শেখান। আবার শেখানোর পরে বেশি গাইতে/বাজাতে নিষেধ করে দেন। এই কারণে এই রাগটির প্রসারও কম। আজ খুব কম ওস্তাদ/পণ্ডিত পাওয়া যায় যারা বলতে পারবে তারা ঘরানাদার সিলসিলাতে দীপক শিখেছে।

রাগ দীপক | Raga Deepak

এই রাগটি চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পঞ্চম থেকে ধৈবতকে ধাক্কা দিয়ে লাগিয়ে আবার পঞ্চমে ফিরে আসা।

দীপক এর শাস্ত্র নিয়ে অনেক বিতর্ক। পণ্ডিত ভাতখান্ডে দু রকমের দীপকের কথা লিখে গেছেন। এক রকম পুরবী ঠাটে, অপরটি বিলাবল ঠাটে। আবার কিছু যায়গায় খাম্বাজ ঠাটেও দীপক শোনা গেছে।

 

Thaat – Purvi
Jaati – Shadav – Sampurna
Vadi Swar – sa
Samvadi Swar – pa

Aaroh – sa ga tivra ma pa, komal dha ni sa
Avroh – sa komal dha pa, tivra ma ga re sa

আরোহ-আবরোহ এই লিঙ্ক গুলোতে গিয়ে শুনে নিতে পারেন । লিংক ১  ।

 

রাগ দীপক

 

রাগ দীপকে গান বাজনা:

দীপকে হাতে গোনা কিছু গানবাজনা পাওয়া যায়। সব রকম সঙ্গীতে দীপক ব্যবহারও হয়নি। তাই যা পাওয়া যার একটা তালিকা দিতে চেষ্টা করলাম নিচে:

১. গোলাম মুস্তফা খানের রাগ দিপক:

 

টিউটোরিয়াল:

যেকোনো রাগের স্বরের চলাফেরা বোঝার জন্য ২/৫ টি স্বর-মালিকা বা সারগম-গীত শোনা দরকার। স্বর মল্লিকার পাশাপাশি দু একটি  লক্ষণ গীত (বা ছোট খেয়াল) শুনলে সহজ হতে পারে। লক্ষণ গীত মূলত শেখানো হয় রাগের লক্ষণগুলো সহজে ধরতে। লক্ষণ গীত ছোট খেয়াল প্রায় একই কাজ করে। অনলাইনে অনেক গুলো আছে। একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। স্যাম্পল হিসেবে নিচের দুটো লিংক দেয়া হল।

১. রাগ দিপক এর স্বরমল্লিকা।

২. এনিসিআরটির টিউটোরিয়াল।

 

সিরিজের বিভিন্ন ধরনের আর্টিকেল সূচি:

 

Declaimer:

শিল্পীদের নাম উল্লেখের ক্ষেত্রে আগে জ্যৈষ্ঠ-কনিষ্ঠ বা অন্য কোন ধরনের ক্রম অনুসরণ করা হয়নি। শিল্পীদের সেরা রেকর্ডটি নয়, বরং ইউটিউবে যেটি খুঁজে পাওয়া গেছে সেই ট্রাকটি যুক্ত করা হল। লেখায় উল্লেখিত বিভিন্ন তথ্য উপাত্ত যেসব সোর্স থেকে সংগৃহীত সেগুলোর রেফারেন্স ব্লগের বিভিন্ন যায়গায় দেয়া আছে। শোনার/পড়ার সোর্সের কারণে তথ্যের কিছু ভিন্নতা থাকতে পারে। আর টাইপ করার ভুল হয়ত কিছু আছে। পাঠক এসব বিষয়ে উল্লেখে করে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।